Saul Crespo: মাঠে নামার জন্য প্রস্তুত ইস্টবেঙ্গলের সাউল

সুপার কাপ জয়ের রেশ বেশ দিন থাকেনি ইস্টবেঙ্গল ক্লাবে। পুরো দমে ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পরেই পয়েন্ট তালিকার নীচের দিকেইস্টবেঙ্গল (East Bengal)। সাউল ক্রেসপোকে…

Saul Crespo

সুপার কাপ জয়ের রেশ বেশ দিন থাকেনি ইস্টবেঙ্গল ক্লাবে। পুরো দমে ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পরেই পয়েন্ট তালিকার নীচের দিকেইস্টবেঙ্গল (East Bengal)। সাউল ক্রেসপোকে (Saul Crespo) ছাড়া ভঙ্গুর দেখিয়েছে মাঝ মাঠ। তাকে ফেরাতে এখন মরীয়া ইস্টবেঙ্গল। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারেন সাউল ক্রেসপো।

ধারাবাহিকভাবে ফর্ম ধরে রাখতে পারছে না ইস্টবেঙ্গল। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হেরেছে লাল হলুদ ব্রিগেড। সতেরো ম্যাচের পর ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার নয় নম্বরে রয়েছে দল। নামের পাশে ১৮ পয়েন্ট। সম্প্রতি চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ মাঠে খেলতে পারেননি লাল হলুদ ব্রিগেডের মাঝ মাঠে অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সাউল ক্রেসপো। চোটের কারণে খেলতে পারেননি তিনি।

স্প্যানিশ মিডফিল্ডার কবে মাঠে ফিরবেন সেটা এখনই হলফ করে বলা কঠিন। তবে তাঁর অভাব কার্লেস কুয়াদ্রত যে ভালোই টের পাচ্ছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই দ্রুত সাউল ক্রেসপোকে ফিট করে মাঠে ফেরানোর চেষ্টায় ইস্টবেঙ্গল ক্লাব।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, মাঠে নামার জন্য প্রায় তৈরি হয়ে গিয়েছেন সাউল। খুব তাড়াতাড়ি হয়তো মাঠে নামতে পারবেন। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। আগামী ৬ মার্চ ফতোরদা স্টেডিয়ামে ম্যাচ। এই অ্যাওয়ে ম্যাচে দলের সঙ্গে গোয়া যেতে পারেন সাউল ক্রেসপো।