ময়নায় বিজেপি নেতা খুনের (moyna murder) ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চড়ছে। এদিনের ময়না জুড়ে মিছিল করার পর সভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, গত তিন দিন ধরে আপনারা সংগ্রাম করছেন, আমরা সঙ্গ দিচ্ছি। বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে খুন করা হয়েছে। তাঁর হত্যাকে আমরা পরিকল্পিত হত্যা বলে মনে করি। আর এই পরিকল্পনা করেছে জেলার পুলিশ সুপার অমরনাথ। তিনি গত দেড়-দুই বছর ধরে এই জেলাকে উত্তপ্ত করছেন। তাঁর ব্যবস্থা হচ্ছে, চিন্তা করার কোনও কারণ নেই।
পাশাপাশি আরও একবার ময়নার তৃণমূল নেতা শেখ শাহজাহান, প্রাক্তন মন্ত্রী ও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র এবং ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলাইকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। আরও জানালেন বিজয়কৃষ্ণের হত্যাকারীদের শিক্ষা দেবো৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷
আগে একাধিক সভা থেকে শুভেন্দু বলেন,মমতাকে প্রাক্তন করে ছাড়ব৷ বৃহস্পতিবার ময়নার সভা থেকে একই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক হঁশিয়ারিতে রাজনৈতিক মহল আলোড়িত।