Cow Smuggling: গরু পাচার করে ৪৮ কোটি টাকার মালিক ‘বীর’-ভূমি পুত্র কেষ্টা

গরু পাচার (Cow Smuggling) মামলায় গত বছর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা অনুব্রত। তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেতেই তথ্য অনুসন্ধান করতে নামে ইডি।

Anubrata Mondal is also linked to recruitment corruption with cow smuggling

গরু পাচার (Cow Smuggling) মামলায় গত বছর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা অনুব্রত। তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেতেই তথ্য অনুসন্ধান করতে নামে ইডি। এরপর অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে তথ্য পেশ করে ইডি জানিয়েছে, গরু পাচার করে প্রায় ৪৮ কোটি টাকার সম্পত্তি করেছে অনুব্রত৷

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হয় অনুব্রত৷ সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত৷ এদিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাউস অ্যাভিনিউ কোর্টে গরু পাচারকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে। সেখানে অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তির হদিশ পেয়েছে ইডি।

সুকন্যা মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিল এবং শিব শম্ভু রাইস মিলের নাম রয়েছে ইডির চার্জশিটে। আরও দু’টি সংস্থা অভিযুক্তের তালিকায়৷ এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের নাম জড়িয়ে রয়েছে৷ মূলত গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তদের বয়ানকে সামনে রেখেই অতিরিক্ত চার্জশিট তৈরি করেছে ইডি।

সম্প্রতি অনুব্রত কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মেলেনি সদুত্তর। তাই কেষ্ট কন্যা সুকন্যাকেও গ্রেফতার করে ইডি৷ বাবার সঙ্গে মেয়েরও এখন ঠিকানা তিহাড় জেল। তবে বিষয়টি মানবিক দৃষ্টি কটু। এমনটাই জানিয়েছেন অনুব্রত নিজে।