East Bengal: গোলরক্ষক হিসেবে মুম্বাই সিটির এই তরুন প্রতিভার দিকে নজর লাল-হলুদের

গত আইএসএল মরশুমে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরের। প্রথম দিকে দল কিছুটা ছন্দে থাকলেও সময় যতো এগিয়েছে ততই নাস্তানাবুদ হতে হয়েছে লাল-হলুদকে।

East Bengal Shows Interest in Mumbai City's Young Goalkeeper Mohammad Nawaz

গত আইএসএল মরশুমে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরের। প্রথম দিকে দল কিছুটা ছন্দে থাকলেও সময় যতো এগিয়েছে ততই নাস্তানাবুদ হতে হয়েছে লাল-হলুদকে। যারফলে, শেষ পর্যন্ত লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে ক্লেটনরা।

সুপার কাপে ও খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি দলের। তবে সেইসব নিয়ে আর মাথা ঘামাতে চাননা ক্লাব কর্তারা। বরং আগামী মরশুমে ভালো রেজাল্ট করার লক্ষ্যে এখন থেকেই দল গঠন করে প্রি-সিজেন শুরু করতে চায় দল। সেইমতো গতমাসের শেষের দিকে নিজেদের নতুন কোচের নাম ঘোষনা করে ময়দানের এই প্রধান।

তারপর থেকেই দল গঠনের কাজে সক্রিয় হয়ে ওঠে ইমামি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি প্রয়োগ করা হলেও দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে নন্দকুমার শেখর, খাবরা ও রহিম আলির মতো তারকাদের সঙ্গে আগে থেকেই কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

তবে সেখানেই শেষ নয়, এবার দলের তিন কাঠির জন্য একজন দক্ষ ফুটবলার খুঁজতে মরিয়া সকলে। সেজন্য ধীরজের পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের তরুন গোলরক্ষক প্রভসুখান গিলের দিকে নজর রাখা শুরু করে ছিল ইস্টবেঙ্গল। তবে আগামী বছর পর্যন্ত তার সাথে কেরালা দলের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে আনতে চাইছিল লাল-হলুদ ব্রিগেড। সেইমতো নাকি তার এজেন্টের সাথে ও একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছিল। তবে এই তরুন ফুটবলারকে দলে আনার ক্ষেত্রে বিরাট ট্রান্সফার ফি দিতে হবে তাদের। সেটা নিয়েই দেখা দিয়েছে যত সমস্যা।

সেজন্য এবার মহম্মদ নাওয়াজকে দলে টানার কথা ভাবছে ইমামি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে কমলজিতের পাশাপাশি রাখা হতে পারে এই ফুটবলার কে। কিন্তু আগামী ২০২৪ পর্যন্ত এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি রয়েছে মুম্বাইয়ের। তাই পুরোনো দল ছেড়ে আদৌ তিনি আসতে চান কিনা এখনো সেটাই দেখার।