Jhalda: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের, ‘রাজ্য সরকার ভয় পাচ্ছে’, দাবি পূর্ণিমার

পুরুলিয়া ঝালদা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এবার সিঙ্গেল বেঞ্চ এ রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে…

পুরুলিয়া ঝালদা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এবার সিঙ্গেল বেঞ্চ এ রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য সরকার।

সম্প্রতি তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন একক বেঞ্চের বিচারপতি। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার। দ্রুত শুনানির আবেদন জানানোর সম্ভাবনা রয়েছে। এদিকে মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু প্রশ্ন তুলেছেন, সিবিআই তদন্তে রাজ্য কেন বাধা দিচ্ছে? রামপুরহাটকাণ্ডে তো বাধা দেওয়া হয়নি। তপন কান্দু কংগ্রেস করতেন বলেই কি বাধা দেওয়া হচ্ছে? এই খুনের ঘটনায় তৃণমূলের নেতারা, পুলিশ জড়িত রয়েছে। রাজ্য সরকার ভয় পাচ্ছে নিশ্চয়ই। রাজ্য সরকার কাউকে কি আড়াল করার চেষ্টা করছে?’

   

অন্যদিকে পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, ‘সিবিআই তদন্ত হলে অনেক তথ্যই সামনে আসবে। রাজ্য যে কোর্টে যাবে, আমরাও যাবো।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাজ্য প্রসঙ্গে বলেন, সব পুরসভা নিজেদের দখলে আনতে তৃণমূলই এই খুন করিয়েছে।