COVID 19: ওমিক্রনের পর করোনার নতুন ভ্যারিয়েন্ট, মুম্বইয়ে মিলল আক্রান্তের খোঁজ

করোনার নতুন এক ভ্যারিয়েন্টের খোঁজ মিলল ভারতে। যদিও কেন্দ্রের তরফে এই নতুন ভ্যারিয়েন্টকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। নতুন এই বিকল্পের নাম XE ভ্যারিয়েন্ট। তবে কেন্দ্রের…

করোনার নতুন এক ভ্যারিয়েন্টের খোঁজ মিলল ভারতে। যদিও কেন্দ্রের তরফে এই নতুন ভ্যারিয়েন্টকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। নতুন এই বিকল্পের নাম XE ভ্যারিয়েন্ট। তবে কেন্দ্রের তরফে এখন স্বীকার না করা হলেও বুধবার মুম্বই সিভিক বডি XE ভ্যারিয়েন্টের প্রথম কেসের কথা ঘোষণা করেছে। মুম্বইয়ে এক ব্যক্তির শরীরে মিলেছে করোনার এই নতুন বিকল্প।

কেন্দ্রের গবেষণা সংস্থা, INSACOG জানিয়েছে যে ওই ব্যক্তিকে পুনরায় পরীক্ষা করতে হবে। তাদের মতে নমুনাটি “রিকম্বিন্যান্ট” বৈকল্পিক বা ভাইরাসের রূপের একাধিক এক্সপোজার দ্বারা সংক্রামিত কিনা তা খুঁজে বের করার প্রয়োজন। সংস্থা জানিয়েছে, তারা একাধিক এক্সপোজার পরীক্ষা করার জন্য আবার জিনোম সিকোয়েন্সিং চালাবে। নতুন বৈকল্পিকটি নিশ্চিত করার জন্য আরও বিশ্লেষণের জন্য নমুনাটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে।

যদিও এই বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম আবিষ্কৃত হওয়ার পর থেকে SARS-CoV-2 ভাইরাসের এই স্ট্রেনটি বেশ কয়েকটি দেশে পাওয়া গিয়েছে। XE ভেরিয়েন্ট হল একটি ‘রিকম্বিন্যান্ট’, যার মানে এটি Omicron এর BA.1 এবং BA.2 জাতের মিশ্রণ। করোনা ভাইরাসের এটি একটি প্রত্যাশিত মিউটেশনাল ইভেন্ট। এই নতুন রূপটিকে অন্য যে কোন কোভিড স্ট্রেইনের চেয়ে বেশি সংক্রমণযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এই রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্টটি BA.2 এর চেয়ে ১০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য। BA.1 এবং BA.2 হল ওমিক্রন ভেরিয়েন্টের দুটি বিশিষ্ট উপ-ভেরিয়েন্ট — যা ২০২২ সালে শনাক্ত হয়। ৯০ শতাংশ সংক্রমণের জন্য এই বিকল্প দায়ী। ভারতে করোনা তৃতীয় তরঙ্গে আরেকটি কম সাধারণ উপ-ভেরিয়েন্ট এসেছে। সেটি হল BA.3।