Kerala: বাম সরকারের নির্দেশে কেরলে ছাত্র-ছাত্রীরা একসাথে পড়বে

  কেরলে সিপিআইএম নেতৃত্বে চলা এলডিএফ সরকারের ফের চমক। এ রাজ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান আর আলাদা করে ছাত্র ছাত্রীদের জন্য থাকবে না। রাজ্য সরকার কো-এড…

 

কেরলে সিপিআইএম নেতৃত্বে চলা এলডিএফ সরকারের ফের চমক। এ রাজ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান আর আলাদা করে ছাত্র ছাত্রীদের জন্য থাকবে না। রাজ্য সরকার কো-এড স্কুলগুলির বিষয়ে শিশু অধিকার সুরক্ষা কমিশনের সুপারিশগুলিতে সাড়া দিয়েছে।

কেরল সরকারের এই সিদ্ধান্তে এ রাজ্যের প্রায় ৪৪৪ টি স্কুলে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ স্কুলগুলিকে কো-এড করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে পিনারাই বিজয়ন সরকার।

সূত্রের খবর, কেরল স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নির্দেশ দিয়েছে যে আগামী বছর থেকে শুধুমাত্র ছেলেরাই নয়, বরং ছেলে মেয়ে সকলে একসঙ্গে পড়াশোনা করবে। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এখন কো-এড বা মিশ্র বিদ্যালয়ে পরিবর্তন করতে হবে বলে খবর।

সম্প্রতি কেরল সরকার সে রাজ্যের জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় বিশ্ব জুড়ে চাঞ্চল্য। কারণ ভারতের মত বিশাল দেশে একটি অঙ্গরাজ্যের এমন পদক্ষেপ। এর পর কেরলের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনলেন মুখ্যমন্ত্রী বিজয়ন।