SSC Scam: ‘অত্যন্ত প্রভাবশালী’র দিকে ‘নজরবন্দি’ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর ইঙ্গিত

তৃণমূল (TMC) নীরব। সূত্রের খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে  (Jiban Krishna Saha) গ্রেফতার করা হবেই এমনই ধরে নিয়ে প্রতিক্রিয়ার বয়ান প্রস্তুত করছে শাসক দল। শুক্রবার থেকে…

TMC MLA Jiban Krishna Saha detained in connection with SSC scam

তৃণমূল (TMC) নীরব। সূত্রের খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে  (Jiban Krishna Saha) গ্রেফতার করা হবেই এমনই ধরে নিয়ে প্রতিক্রিয়ার বয়ান প্রস্তুত করছে শাসক দল। শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। নিয়োগ দুর্নীতির সিবিআই (CBI) তদন্তে বিধায়ককে টানা জেরায় মুর্শিদাবাদ  (Murshidabad)  জেলা তৃণমুলে চাপা উত্তেজনা।

বড়ঞায় জীবনকৃষ্ণ সাহার বাড়ি কেন্দ্রগুলোর নিরাপত্তা রক্ষী ও সিবিআই ঘেরাটোপে। শুক্রবার বিধায়ক পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়েন। বাড়ির সামনে একটি পুকুরে তিনি মোবাইল ফেলে দেন। সেই পুকুরের জল মেরে মোবাইল উদ্ধারে মরিয়া সিবিআই। বিধায়কের মোবাইলে কী আছে? তা জানতে মরিয়া সিবিআই।

সূত্রের খবর, লাগাতার জিজ্ঞাসাবাদে বিদ্ধস্থ তৃণমূল বিধায়ক এমন কিছু ইঙ্গিত দিচ্ছেন তাতে প্রভাবশালী যোগ পাচ্ছে সিবিআই। তবে সেই অত্যন্ত প্রভাবশালীর নাম এখনই করতে চায়না সিবিআই।

শুক্রবার নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই যায়। তাদের দেখে ভয়ে প্রথমে থতমত খেয়ে যান জীবনকৃষ্ণ। জিজ্ঞাসাবাদের মাঝে আচমকা নিজের মোবাইল বাড়ির পাশে পুকুরে ফেলে দেন বিধায়ক।

তার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। সে সব নথির মধ্যে রয়েছে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর নাম। সেই নামের পাশে লেখা রয়েছে কিছু টাকার অঙ্ক। জানা যাচ্ছে বিধায়কের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির বিস্তর নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।