Aam Aadmi Party: পঞ্চায়েতে প্রার্থী দেবে আম আদমি পার্টি

রাজধানী কলকাতায় মিছিল করে শক্তি দেখিয়েছে আগেই। একাধিক জায়গায় শুরু হয়েছে প্রচার। এবার সরাসরি বাংলার মাটিতে নির্বাচনী লড়াইতে সামিল হওয়ার কথা বলল আম আদমি পার্টি…

Aam Aadmi Party will field candidates in the panchayat elections

রাজধানী কলকাতায় মিছিল করে শক্তি দেখিয়েছে আগেই। একাধিক জায়গায় শুরু হয়েছে প্রচার। এবার সরাসরি বাংলার মাটিতে নির্বাচনী লড়াইতে সামিল হওয়ার কথা বলল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। আগামী বছড়েই বাংলার পঞ্চায়েত ভোটে লড়াই করবে কেজরিওয়ালের আপ।

২২-এর বিধানসভা ভোটে পাঞ্জাবে প্রথমবারের মতো সরকার গড়বে আপ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভগবন্ত মান। এদিকে দিল্লি, পাঞ্জাবের পর বাংলার ওপর নজর দিয়েছে আম আদমি পার্টি। জানা গিয়েছে, আগামী ১৩ মার্চ বিকেল ৪টের সময় কলকাতার গিরিশ পার্ক থেকে ধর্মতলা অবধি মিছিল করে আপ। তাঁদের এই কর্মসূচির নাম দেওয়া হয় আম আদমি পার্টির বাংলার পদার্পণ যাত্রা।

এই বিষয়ে মুখ খুলেছেন আম আদমি পার্টির পশ্চিমবঙ্গ শাখার ইনচার্জ সঞ্জয় বসু। তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে আম আদমি পার্টি। দলের শীর্ষ স্তরের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে দলের প্রচারের জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলস্তরের নেতাকর্মীরা দলের প্রচার শুরু করে দিয়েছেন।”

২০১৯ সালে লোকসভা ভোটের ঠিক আগে মমতার বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন। ব্রিগেডে হয় এক মেগা সভা। সেইসময়ে ব্রিগেডে তারকার মেলা বসে গিয়েছিল কার্যত। সেখানেও হাজির ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেইসময়ে ‘দিদি’র সমর্থনে গলা তুলেছিলেন কেজরি। তাহলে প্রশ্ন উঠছে, বাংলায় আপ-এর বাড়বাড়ন্ত নিয়ে মমতা কতটা চিন্তিত? এদিকে ধারণা করা হচ্ছে, পাঞ্জাবে সরকার তৈরি হলে সেই ক্ষমতা এবং প্রতিপত্তি যে অনেকাংশেই বৃদ্ধি পাবে।