Ukraine War: বিশেষ ছাড় মিলছে, রাশিয়ার তেল নিতে তৈরি ভারত

রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কিনতে পারে ভারত। এমন জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইউক্রেনের (Ukraine) উপর রুশ হামলার জেরে…

India may buy discounted Russian oil and commodities

রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কিনতে পারে ভারত। এমন জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইউক্রেনের (Ukraine) উপর রুশ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞার কোপে পড়েছে রাশিয়া।বিশ্বের অন্যতম খনিজ তেল রফতানির দেশ রাশিয়া এরপর ইউরোপ জুড়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয়। তীব্র জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে পুরো ইউরোপ। এর ধাক্কা লাগতে চলেছে বিশ্ব জুড়ে।

এর মাঝে রাশিয়ার তেল ভারত নেবে কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার এই প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত। রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলির অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল বাণিজ্য বড় ধাক্কা খাচ্ছে। ফলে তারা এখন ভারতের মতো বড় দেশগুলোর কাছে বিশেষ ছাড়ে পণ্য বিক্রয়ের কথা ভাবছে।

রয়টার্স জানাচ্ছে, ভারত মোট চাহিদার ৮০ ভাগ তেল আমদানি করে। এর মধ্যে ২ থেকে ৩ ভাগ তেল তারা কেনে রাশিয়ার কাছ থেকে। সেটি কত শতাংশ বৃদ্ধি করা হবে তা নিয়ে নয়াদিল্লি চিন্তাভাবনা করছে।

বিবিসির খবর, রাশিয়ার বিরুদ্ধে যতই আন্তর্জাতিক মহল চাপ তৈরি করবে তাতে মস্কো আরও হিংসাত্মক হবে। তারা যাদি পুরো বিশ্বকে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে তাহলে ইউরোপ ও আমেরিকায় জনজীবনে সংকট তৈরি হবে। আর ভারতের মতো দেশগুলির ক্ষেত্রে সেই সংকট আরও বাড়বে। নয়াদিল্লি কোনওভাবেই মস্কোর প্রতিপক্ষ হতে চায় না।