ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ, সপ্তাহের মাঝামাঝি বাড়বে তাপমাত্রা

বিদায়বেলায় পুরোদমে ব্যাট হাঁকাচ্ছে শীত। তবে আর বেশিদিন নয়। হাওয়া অফিস সূত্রে খবর মঙ্গল-বুধবার থেকে ফের পারদ হবে ঊর্ধ্বমুখী। কারণ নতুন করে আসছে পশ্চিমী ঝঞ্ঝা।…

winter

বিদায়বেলায় পুরোদমে ব্যাট হাঁকাচ্ছে শীত। তবে আর বেশিদিন নয়। হাওয়া অফিস সূত্রে খবর মঙ্গল-বুধবার থেকে ফের পারদ হবে ঊর্ধ্বমুখী। কারণ নতুন করে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরেই সপ্তাহের মাঝামাঝি ফের ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গে। তবে তার আগে, সোমবার দাপট থাকবে শীতের।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। আকাশ থাকবে পরিষ্কার। সোমবার উত্তরে হাওয়ার দাপট থাকবে। আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি শীতের অনুকূলেই। তবে সোমবারের পর থেকে বিদায় নিতে শুরু করবে শীত। মঙ্গলবার বা বুধবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বৃহস্পতিবার হতে পারে বৃষ্টি। আর তারপর থেকে পাকাপাকিভাবে পাত্তারি গোটাতে থাকবে শীত।

   

দিন কয়েক আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল বঙ্গোপসগরীয় উচ্চচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় মাটি হতে পারে সরস্বতী পুজো। কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ কেটে গিয়েছিল শুক্রবারই। শনিবার, সরস্বতী পুজোর দিন সকাল থেকে ঝলমলে মেঘমুক্ত আকাশ ছিল। যদিও উত্তরবঙ্গ বৃষ্টির হাত থেকে অব্যাহতি পায়নি। দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাত হয়েছে। টাইগার হিল থেকে রিশপ, অনেক পর্যটন কেন্দ্রই ঢেকেছে বরফের চাদরে। সেই প্রভাব এসে পড়েছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকেই তার আমেজ বোঝা যাচ্ছে। বিদায়বেলায় ছক্কা হাঁকাচ্ছে শীত। সোমবারও তার ব্যতিক্রম নেই।