SSC Scam: দু’দফায় সাড়ে ১২ ঘন্টার জেরার পরেও ফের সিবিআই তলব পরেশকে

দু দিনে সাড়ে বারো ঘণ্টার জেরাতেও শান্তি নেই মন্ত্রীর! শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার প্রায় তিন ঘন্টা। শুক্রবার সাড়ে ৯ ঘন্টা জেরা চালায় সিবিআই।  শনিবার…

Paresh Adhikari

দু দিনে সাড়ে বারো ঘণ্টার জেরাতেও শান্তি নেই মন্ত্রীর! শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার প্রায় তিন ঘন্টা। শুক্রবার সাড়ে ৯ ঘন্টা জেরা চালায় সিবিআই।  শনিবার সকাল ১১ টা নাগাদ ফের নিজাম প্যালেসে তলব করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari)।

শুক্রবারের জেলা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে শুধুমাত্র অঙ্কিতা নয়, নিয়োগপত্রে নাম না থাকা সত্ত্বেও আর কাদের চাকরি হয়েছে এই দুর্নীতি সঙ্গে আর কারা জড়িত পুরো বিষয়টি খুঁযে বের করার চেষ্টা করছে সিবিআই। তাই ফের শিক্ষা প্রতিমন্ত্রীকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, শুক্রবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের পরেই পরেশ অধিকারীকে জানিয়ে দেন তাঁকে আগামিকালও আসতে হবে। সেই মোতাবেক সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শনিবার আবার নতুন করে প্রশ্ন নিয়ে হাজির হবে সিবিআই।

বিশেষজ্ঞদেত অনুমান, পরেশ অধিকারীর মেয়েকেও এই বিষয়ে তলব করা হতে পারে। কিভাবে তাঁর নিয়োগ হয়েছিল নিয়োগ সম্পর্কে তিনি কিছু জানেন কি না সবটাই খতিয়ে দেখা হবে৷