মন্ত্রীর মেয়েকে নিয়োগের পরামর্শ দিয়েছিল মমতা: শুভেন্দু

নিজাম প্যালেসে রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলার মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পরেশ অধিকারীর মেয়ের…

নিজাম প্যালেসে রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলার মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পরেশ অধিকারীর মেয়ের নিয়োগ হয়েছিল।

শুভেন্দু আরও বলেন, পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদানের সময় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হয়েছিল৷ সেখানে পরেশ অধিকারীর শর্ত ছিল লোকসভা নির্বাচনে প্রার্থী, মেয়ের চাকরি এবং চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। সেই সময়েই মুখ্যমন্ত্রী অঙ্কিতা অধিকারীকে নিয়োগের নির্দেশ দেন।

প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উল্লেখ করে বিরোধী দলনেতার বার্তা, যারা পরীক্ষা দেয়নি পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তাদের চাকরি দেওয়া হয়েছে। দুর্নীতি কোথায় হয়নি যিনি ফেল করেছেন তাকেও ডাব্লুবিসিএস করে দেওয়া হয়েছে। ওয়েবেলে দুর্নীতি হয়েছে।

শুভেন্দু বলেন, এরা অভিযোগ করে সিবিআই বিজেপি পরস্পর বন্ধু। বগটুইয়ে যারা পরিবারকে হারিয়েছে তারা সিবিআই চাইছে। আনিস খানের পরিবার সিবিআই চাইছে। শুধু বিজেপি নয়, জাতি ধর্ম নির্বিশেষে কেউ রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না।

অনুব্রত মণ্ডল সম্পর্কে নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য, আগে মাগুর মাছ বিক্রি করত। এখন এক হাজার কোটি টাকার মালিক। কী করে হল খু্ঁজে বের করা প্রয়োজন।