খাগড়াগড়ে জাল নোটকাণ্ডে গ্রেফতার ৩

ফের সন্ত্রাসের খাতায় নাম উঠল খাগড়াগড়ের। এর আগেও একাধিক সন্ত্রাসের ঘটনায় নাম ছিল পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের। কিন্তু এবার জালনোট ও ডলার জাল করার অভিযোগ উঠল।…

ফের সন্ত্রাসের খাতায় নাম উঠল খাগড়াগড়ের। এর আগেও একাধিক সন্ত্রাসের ঘটনায় নাম ছিল পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের। কিন্তু এবার জালনোট ও ডলার জাল করার অভিযোগ উঠল। এই ঘটনায় তিন জনকে জল নোট সহ গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, খাগড়াগড় মাঠপাড়ার বাদশাহী রোডে বাড়ি ভাড়া নিয়ে ৫০০ টাকার জাল নোট ছাপাতো ধৃতরা। তাদের কাছ থেকে কয়েক হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এছাড়াও, উদ্ধার হয়েছে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে।

অভিযুক্তদের নাম দীপঙ্কর চক্রবর্তী, বিপুল সরকার এবং গোপাল সিং। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই চক্রের মূল পান্ডা ছিল দীপঙ্কর। সেই জালনোট তৈরির জন্য বর্ধমানের ওই কারখানায় কাগজ নিয়ে যেত দীপঙ্কর। জাল নোট তৈরির পর তা বহু মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হত বাজারে। ১ হাজার টাকার আসল নোটের বিনিময়ে ৩ হাজার টাকার জাল নোট বিক্রি করা হতো।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার এই প্রসঙ্গে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে আমাদের কাছে জাল নোট তৈরির খবর আসছিল। তবে কোথা থেকে জাল নোট বাজারে ছড়ানো হচ্ছিল তা প্রথমে আমরা জানতে পারিনি। পরে তদন্তে নেমে আমরা জালনোটের কারখবর সন্ধান পাওয়া যায়। অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অনুমান, বিভিন্ন হাতের মাধ্যমে এই জাল নোট বাজারে যেত। সে ক্ষেত্রে আরও অনেকে এই জাল নোট চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে।