Suman Kanjilal: প্রাক্তন সৌরভকে সরিয়ে নয়া দায়িত্বে ‘নতুন সুমন’, কী বার্তা দিল তৃণমূল

গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)

Sourav Chakraborty has been replaced by Suman Kanjilal

গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। কয়েক ঘন্টার মধ্যে তাঁকে দেওয়া স্বাস্থ্য দফতরের নতুন পদ। সেই জায়গায় সরিয়ে দেওয়া হল প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে। কিন্তু সৌরভকেই কেন সরাল দল? উঠছে প্রশ্ন।

রবিবার তৃণমূলে যোগদানের পর সুমন কাঞ্জিলাল বলেছিলেন, মানুষের জন্য কাজ করতে চাই। কিন্তু পারছি না৷ এরপরেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল সুমনকে। সেই পদে এতদিন ধরে ছিলেন সৌরভ চক্রবর্তী। তাঁকেই সরানোর সিদ্ধান্ত নেওয়া হল।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গের রাজনীতিতে একছত্র রাজ করছে বিজেপি৷ গত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে তাঁদের ফল বেশ ভালো। এরই মধ্যে সুমনের দলবদলকে মোটেই ছোট করে দেখছে না রাজনৈতিক মহল। কিন্তু প্রশ্ন হল, যে সৌরভ চক্রবর্তীকে পরাজিত করে সুমন কাঞ্জিলাল বিধায়ক হলেন, তাঁকেই সরিয়ে দিল তৃণমূল!

সূত্রের খবর, গত কয়েকমাস ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল সৌরভের। সেটার আন্দাজ মিলছিল আগে থেকেই। এখন সুমনকে নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়ে আসলে সৌরভের ডানা ছাঁটা হল। আবার বিজেপি থেকে আসা সুমনকে বিশেষ পদ দিয়ে অন্যান্য দলবদলে আগ্রহীদেরও বিশেষ বার্তা দিলেন অভিষেক।