মাওবাদীদের ডাকা বনধের জেরে বন্ধ দোকান, বাস চলাচল

মাওবাদীদের ডাকা বনধ-এর প্রভাব দেখা গেল ঝাড়গ্রামে। আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আশা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বাংলা বনধের…

মাওবাদীদের ডাকা বনধ-এর প্রভাব দেখা গেল ঝাড়গ্রামে। আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আশা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।

এদিন এই বনধের প্রভাবে ঝাড়গ্রাম শহরের বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, গিধনি, দহিজুড়ি এলাকায় দোকানপাট, বাজার বন্ধ। এমনকি চলছে না কোনও সরকারি বাস। রাস্তায় কেবল চোখে পড়েছে দু’একটি সরকারি বাস।

পুলিশ সূত্রে খবর, এদিন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলার একাধিক জায়গা থেকে মাওবাদীদের হুমকি ভরা পোস্টার উদ্ধার করেছে। সেই পোস্টারে রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে অপরাধীদের নিয়োগের প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দেওয়া আছে।

শুধু ঝাড়গ্রাম, বেলপাহাড়িতেই নয়, মাওদের ডাকা বনধের ভালো প্রভাব পড়েছে এ ছাড়া, মাওবাদী বনধের সর্বাত্মক প্রভাব পড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা ও সিমলাপাল এই চারটি মাওবাদী প্রভাবিত ব্লকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। ছোট গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। এদিন সকাল থেকে রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা এলাকায় দোকান বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে।