‘দিদি’কে মারার জন্য মায়ের কোলে শুয়েই সিপিএমের কাছে জবাব চাইত বছর দুয়ের অভিষেক

শুক্রবার কাকদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দু’বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত অভিষেক। বিরোধীদের অনেক সময় বলতে শোনা যায় যে মমতার জন্যই অভিষেকের…

Mamata assures to guarantee citizenship at Malda meeting

শুক্রবার কাকদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দু’বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত অভিষেক। বিরোধীদের অনেক সময় বলতে শোনা যায় যে মমতার জন্যই অভিষেকের রাজনীতিতে পরিচিতি। এছাড়াও, অভিষেকের রাজনৈতিক জ্ঞান নিয়েও প্রশ্ন তোলা হয় বিরোধীদের তরফ থেকে বারবার।

কার্যত বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রমাণস্বরূপ একটি ছবি মঞ্চে তুলে ধরেন তিনি এবং তা অভিষেকার হাতে তুলে দেন। এরপর অভিষেক মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। উপহার দেওয়া ছবিতে দেখা যাচ্ছে মমতার মায়ের কোলে বসে রয়েছে অভিষেক, এবং ঠিক তার উল্টো দিকে বসে আছেন মাথায় ব্যান্ডেজ নিয়ে মমতা।

   

মমতা বলেন, “অভিষেক মায়ের কোলে বসে হাতে পতাকা নিয়ে বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও জবাব দাও।“

নবজোয়ার কর্মসূচির শেষ লগ্নে এসে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপে ভিড়ে গমগম করা জনসভা থেকে মমতার দাবি, তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর বয়স থেকে রাজনীতি করছে।

নির্বাচন কমিশনের খাতায় তৃণমূল কংগ্রেস এখন আঞ্চলিক দল। এই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি করছেন। কোচবিহার থেকে শুরু হয়ে কাকদ্বীপে এসে শেষ নবজোয়ার। এই কাকদ্বীপেই মমতা ও অভিষেকের যৌথ নবজোয়ার সভা। সেখানেই মুখ্যমন্ত্রীর দাবি একেবারে দু বছর থেকে রাজনীতি করছে অভিষেক।