Bashirhat: বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

বৃদ্ধি পেল মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা। আজ পর্যন্ত মহকুমাশাসকের অফিসে গিয়ে সরাসরি মনোনয়নপত্র জমা দিতে পারবেন বসিরহাটের ৪টি ব্লকের ৬০ BJP প্রার্থী, নির্দেশ কলকাতা…

বৃদ্ধি পেল মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা। আজ পর্যন্ত মহকুমাশাসকের অফিসে গিয়ে সরাসরি মনোনয়নপত্র জমা দিতে পারবেন বসিরহাটের ৪টি ব্লকের ৬০ BJP প্রার্থী, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। মূলত, সন্দেশখালি ১ ও ২, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়ার প্রার্থীরা জমা দিতে পারবে নমিনেশন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত বসিরহাটের চারটি ব্লকে যে সকল বিজেপি প্রার্থী রয়েছে তারা মনোনয়নপত্র পেশ করতে পারবেন। অর্থাৎ গতকাল পর্যন্ত এই ৬০ জন বিজেপি প্রার্থীর জন্য মনোনয়ন পেশ করার যে সময় সীমা ছিল সেটা বাড়ানো হলো।

   

এর সঙ্গেই বলা হয়েছে শুক্রবার বিকেল চারটে পর্যন্ত যে বিজেপি প্রার্থীরা এসডিও’র অফিসের কাছে উপস্থিত থাকবেন, তারা মনোনয়নপত্র পেশ করার সুযোগ পাবেন। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে পুলিশ সুপারকে নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ ভাবে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারে।

গত ১৫ই জুন ছিল পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ করার শেষ দিন। এইদিকে বসিরহাটের সন্দেশখালি ১ ও ২, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়া ব্লকের প্রার্থীদের দাবি তাদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া সত্ত্বেও বিডিও অফিসের সামনে বেশ কিছু দুষ্কৃতীরা হাতে বন্দুক, বোমা নিয়ে তাদের উপর চড়াও হয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ বাহিনী। যার ফলে আহত হতে হয়েছে বহু বিজেপি প্রার্থীকে। তাই শেষ দিনে মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধী প্রার্থীরা।