Coochbehar: দিনহাটা গুলিবিদ্ধ TMC নেত্রীর স্বামী, ‘চ্যালেঞ্জ’ নিলেন উদয়ন

পৌরভোটের আগেই কোচবিহার (Coochbehar) ফের সরগরম। মাথাভাঙায় টিএমসি-সিপিআইএম- সঙ্গে রাজনৈতিক সংঘর্ষের রেশ চলছে।এবার দিনহাটায় রক্তাক্ত পরিস্থিতি। দিনে দুপুরে চলল গুলি। জখম তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী।…

পৌরভোটের আগেই কোচবিহার (Coochbehar) ফের সরগরম। মাথাভাঙায় টিএমসি-সিপিআইএম- সঙ্গে রাজনৈতিক সংঘর্ষের রেশ চলছে।এবার দিনহাটায় রক্তাক্ত পরিস্থিতি। দিনে দুপুরে চলল গুলি। জখম তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী। তিনি গুরুতর জখম। হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনাস্থল দিনহাটার ৫ নম্বর ওয়ার্ড। এখানে টিএমসি প্রার্থীর স্বামী রিজু দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হামলা করছে বিজেপি। তবে বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলি লেগেছে আহত ব্যক্তির পেটে। গুলি বের করার পর তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সব জানানো হবে।

দিনহাটা উত্তপ্ত। তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহর ঘরের এলাকায় টিএমসি সমর্থক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক হাওয়া গরম। 

ভোট পরিবেশ আরও উত্তপ্ত হয়েছে, বিধায়কের গরম মন্তব্যে। বিজেপির বিরুদ্ধে রাজ্য ভাগের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন উদয়ন গুহ। তিনি বলেছেন, ‘যদি হিম্মত থাকে কোচবিহার জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’।

পৌর ভোটের আগে পরপর উত্তপ্ত হতে শুরু করেছে বিভিন্ন জেলা। গত উপনির্বাচন ও পুরনিগম ভোটের ফলাফলে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস শতাধিক পৌরবোর্ডে ক্ষমতাসীন হতে চলেছে। তবে বিরোধী হিসেবে সিপিআইএম উঠে আসছে। আর রাজ্যে বিরোধী দল বিজেপি আরও কোণঠাসা। 

লোকসভা ভোট থেকে গত বিধানসভা নির্বাচনে কোচবিহারে বিজেপির ভোট ব্যাংক যা ছিল দিনহাটা উপনির্বাচনে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দিনহাটায় নজির গড়ে জয়ী হন উদয়ন গুহ। বাম জমানায় ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি কোচবিহারে উদয়ন গুহ ছিলেন গুরুত্বপূর্ণ বাম নেতা।