আগামী সপ্তাহের যে কোনও দিন ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া: বাইডেন

আগামী সপ্তাহের যে কোনও দিন ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া। শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেওয়া…

আগামী সপ্তাহের যে কোনও দিন ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া। শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসী তথা গোটা বিশ্বকে সতর্ক করে বাইডেন বলেন, পেন্টাগন বিশেষ সূত্রে খবর পেয়েছে আগামী সপ্তাহের যে কোনও দিন ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়বে রাশিয়া। একইসঙ্গে বাইডেন রাশিয়াকে অনুরোধ করেন, তারা যেন যুদ্ধের পরিকল্পনার ত্যাগ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজে। তবে বাইডেনের এই পরামর্শ রাশিয়া কানে তুলবে না বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

সংবাদ সংস্থা বিবিসির খবরে বাইডেনের আশঙ্কা অনেকটাই সত্যি বলে প্রমাণ হয়েছে। বিবিসি জানিয়েছে, ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেন দু’দেশই সীমান্ত সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। পাশাপাশি রাশিয়া সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় বোমা বর্ষণ শুরু করেছে। যদিও কিয়েভের দাবি রাশিয়া আক্রমণের কোনও পরিকল্পনা তাদের নেই।

অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী ডিমিত্রি কোলেবার বলেছেন, আমেরিকা ভুল ও মিথ্যা খবর দিয়ে গোটা দুনিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমেরিকার উদ্দেশ্য হল, ঘোলা জলে মাছ ধরা। সেকারণেই তারা সরাসরি যুদ্ধ না করলেও ছায়া যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন ইতিমধ্যেই সীমান্তে আরও বেশি করে সেনাছাউনি তৈরির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, সীমান্তে রাশিয়ার মোতায়েন থাকা ৪০ শতাংশেরও বেশি সেনা আক্রমণের জায়গায় রয়েছে। শুধু সেনা বাড়ানোই নয়, সীমান্ত সংলগ্ন এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে মস্কো।

মার্কিন প্রতিরক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া দেড় লক্ষেরও বেশি সৈন্য মোতায়েন করেছে। শুধু তাই নয়, বুধবার থেকেই রুশ সেনা আরও সক্রিয় হয়ে উঠেছে।