BJP: বিজেপির ডাকা বিকাশ ভবন অভিযানে থাকছেন না দিলীপ ঘোষ

বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার বিজেপি (BJP) বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে। মূলত শিক্ষক ও পুলিশে নিয়োগ সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে এদিন রাজপথে নামছে…

Dilip Ghosh

বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার বিজেপি (BJP) বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে। মূলত শিক্ষক ও পুলিশে নিয়োগ সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে এদিন রাজপথে নামছে গেরুয়া শিবির। যদিও এই মিছিলে থাকবেন না বিজেপির সর্বভারতীয় সহ দিলীপ ঘোষ। ফলে সুকান্ত-দিলীপ সংঘাত যে আরও স্পষ্ট হল তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজেপি সূত্রে খবর, এদিনের মিছিলে থাকছেন তেজস্বী সূর্য, সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar), শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খাঁ সহ অনেকেই। এদিন দুপুর ২টো থেকে শুরু হবে বিজেপির কর্মসূচি। যদিও মিছিলে দিলীপ ঘোষের অনুপস্থিত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাম্প্রতিক সময়ে কার্যত অভিজ্ঞতা তরজা শুরু হয়েছে দিলীপ (Dilip Ghosh) ও সুকান্ত মজুমদারের মধ্যে। আর যাকে ঘিরে অস্বস্তিতে রয়েছে বঙ্গ গেরুয়া শিবির।

সূত্র মারফত খবর, এই মিছিলের পুলিশি অনুমতি দেওয়া হয়নি। এদিকে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই কোনওরকম কর্মসূচি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট। এহেন অবস্থায় বিজেপির মিছিলে পুলিশি বাধা এলে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল। এই অভিযানের বিষয়ে প্রেস বিবৃতি জারি করে বঙ্গ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ‘সরকারি ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন-এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশন-টেট, পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে। যা নিয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে যুবসমাজে। কারণ এই নিয়োগগুলি যোগ্যতার ভিত্তিতে হয়নি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের সুপারিশে ভুয়ো নিয়োগের বিরুদ্ধে চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন।’