গোষ্ঠিবাজি বন্ধ করুন, দলকে বার্তা তৃণমূল সাংসদ শতাব্দীর

পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শুক্রবার দুবরাজপুরে পাঁচটি অঞ্চলের নেতাদের নিয়ে বৈঠক করেন শাশক দলের এই সাংসদ। সেই বৈঠকেই তিনি…

পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শুক্রবার দুবরাজপুরে পাঁচটি অঞ্চলের নেতাদের নিয়ে বৈঠক করেন শাশক দলের এই সাংসদ। সেই বৈঠকেই তিনি কড়া ভাষায় জানিয়ে দেন যে গোষ্ঠিদ্বন্দ্ব তৈরি করে কোনও লাভ হবেনা। এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দুবরাজপুর।

কিছুদিন আগে দুবরাজপুরে তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিয়ে ১৫ জনের কমিটি গঠন করা হয়ে তৃণমূলের তরফে। শুক্রবার দলীয় কর্মীদের উদ্দেশে শতাব্দী রায় বলেন, “কমিটিকে বাদ দিয়ে কেউ যদি দুই-তিনজনকে নিয়ে একটি গ্রুপ করবেন ভাবেন, তাহলে ভুল করছেন।’ জলের বিপরীত স্রোতে চলা যায় না, গ্রুপ বাজি বন্ধ করুন।“

   

পঞ্চায়েত ভোটের (panchayat election) দিনক্ষণ ঘোষণা হয়েছে । আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল। শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সঙ্গে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির খবর। আর এই পরিস্থিতিতে শতাব্দীর এই বার্তা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।