BJP: তৃণমূলের ‘পচা আলু’ পরেশ যাবে বিজেপিতে? শুভেন্দুর টুইটে গুঞ্জন

নিয়োগ দুর্নীতিতে মেয়ের চাকরি গেছে। তদন্তের মাঝে মেয়েকে নিয়ে পালিয়েছিলেন। পরে সেই বিতর্কিত পরেশ অধিকারীর মন্ত্রীত্ব গেলেও তিনি তৃ়নমূলের বিধায়ক। এবার তিনি কি বিজেপিতে? কোচবিহার…

Suvendu and Paresh Adhikari

নিয়োগ দুর্নীতিতে মেয়ের চাকরি গেছে। তদন্তের মাঝে মেয়েকে নিয়ে পালিয়েছিলেন। পরে সেই বিতর্কিত পরেশ অধিকারীর মন্ত্রীত্ব গেলেও তিনি তৃ়নমূলের বিধায়ক। এবার তিনি কি বিজেপিতে? কোচবিহার সরগরম।

সামনে লোকসভা নির্বাচন। দিন ঘোষণা না হলেও এগিয়ে আসছে নির্বাচন, সঙ্গে বাড়ছে দলবদলের জল্পনা। রাজনৈতিক মহলে চলছে জোর চর্চাও। এর মধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি, মেয়ের চাকরি নিয়ে অভিযোগ সামনে আসার পর মন্ত্রিত্ব খোয়ান মেখলিগঞ্জের এই বিধায়ক। তিনি কি যোগ দেবেন পদ্ম শিবিরে?

আগামী ১৯ জানুয়ারি মেখলিগঞ্জে সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানেই নাকি বিজেপিতে যোগ দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। এমনটাই শোনা যাচ্ছে। এবার এই জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কীভাবে শুরু হয় পরেশ অধিকারীর পদ্ম শিবিরে যোগ দেওয়ার জল্পনা? সম্প্রতি জলপাইগুড়ির এক বিজেপি নেতা দাবি করেন, পরেশ অধিকারী বিজেপিতে যোগ দিতে চেয়ে দলের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও পরেশ অধিকারী যোগ দেবেন কি না, তা স্পষ্ট করেননি তিনি। অপর দিকে, জলপাইগুড়ি জেলার এক যুব তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সিবিআই-এর চার্জশিটে পচা আলুর নাম। জেলে যাওয়া ঠেকাতে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব।’ তবে তিনি তার এই পোস্টে কারও নাম উল্লেখ করেননি।

মঙ্গলবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। পরেশের দলবদলের জল্পনার খবর উল্লেখ করে তিনি লেখেন, “এই রকম ভুয়ো খবরকে জল্পনা না বলে, সংবাদমাধ্যমের কল্পনা আখ্যা দেওয়া উচিত।” পরেশ অধিকারীর গেরুয়া শিবিরে যোগ জল্পনা কার্যত উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।