Kolkata Bus accident: কলকাতায় দুটি বাসের ধাক্কায় বহু যাত্রী জখম

বেলেঘাটা মেইন রোডে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ (Bus Accident)। ঘটনায় আহত ২৯ জন যাত্রী। আহতদের মধ্যে শিশুও রয়েছে। উদ্ধার করে NRS হাসপাতালে নিয়ে যাওয়া…

A BSF vehicle lost control and hit two vehicles in a row at Laketown

বেলেঘাটা মেইন রোডে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ (Bus Accident)। ঘটনায় আহত ২৯ জন যাত্রী। আহতদের মধ্যে শিশুও রয়েছে। উদ্ধার করে NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রানি রাসমণি বাজারের কাছে ঘটা এই দুর্ঘটনায় রীতি মত শিহরিত এলাকাবাসী। আহত যাত্রীদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ধামাখালির দিকে যাচ্ছিল 44/1 রুটের একটি বাস। সেসময়ে বেলেঘাটার থেকে শিয়ালদহগামী ওপর একটি বাসি ধাক্কা মারে। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুটি বাসেরই গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় হু হু করে ছুটছিল বাস দুটি। রানি রাসমনি বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন একটি বাসের চালক। লেন পরিবর্তন হয়ে যায়। তাতেই উল্টো দিক থেকে আসা বাসটির সামনে নিয়ে ধাক্কা মারেন চালক। গতি বেশি থাকায় অপর বাসের চালকও পাশ কাটাতে পারেননি।

এরপরেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। দুটি বাসে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড অভিঘাতে আসন থেকে ছিটকে পড়েন তাঁরা। কারোর কপালে, কারোর মাথায়, কারোর ঠোঁট ফেটে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরাও। দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমবেশি প্রায় জনা চল্লিশেক যাত্রী আহত হয়েছেন। ২৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।