AB de Villiers: “অসাধারণ টেকনিক,” রাহানের প্রশংসা এ বির মুখে

ইংল্যান্ডের ওভালে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬৯ রান তুলে দেয় অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিনে ১৫১ তুলতেই ৫…

Ajinkya Rahane

ইংল্যান্ডের ওভালে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬৯ রান তুলে দেয় অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিনে ১৫১ তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। প্যাট কামিন্সের নেতৃত্বে গোটা বোলিং আক্রমণকে রুখে দাঁড়াতে হিমসিম খেয়ে যায় ভারতের টপ অর্ডার।

সেদিক থেকে আশার আলো দেখান রবীন্দ্র জাডেজা। ৫১ বলে ৪৮ রান করে নাথান লিঁওর বলে আউট হয়ে যান তিনি। তবে ভারতের কিছুটা সম্মান রক্ষা করে অজিঙ্ক্যে রাহানে। অসম্ভব ধৈর্য ধরে ৮৯ রান করেন তিনি। অজিঙ্ক্য রাহানের এই ইনিংসের প্রশংসা করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার এব ডি ভিলিয়ার্স। জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের একটি টুইটে উত্তর দিয়ে এ বি লেখেন, “রাহানেকে এত ভালো নড়াচড়া করতে দেখিনি কোনোদিন। অসাধারণ টেকনিক, দেরিতে খেলছেন।”

উল্লেখযোগ্যভাবে, প্যাট কামিন্সের বলে রাহানেকে ১৭ রানে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন আম্পায়ার। কিন্তু ডিআরএস রিভিউ নিয়ে দেখা যায় যে অস্ট্রেলিয়া অধিনায়ক ক্রিজ় থেকে এগিয়ে গিয়ে বল ছাড়েন, অর্থাৎ ওভারস্টেপ করেছেন। অর্থাৎ সেটি নো বল। এটি রাহানেকে একটি নতুন জীবন এনে দেয়। পরে অবশ্য, কামিন্সই উইকেট নেন রাহানের।