বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের একাধিক পুরসভা তৃণমূলের দখলে

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অনুরোধ উপেক্ষা করে মনোনয়ন পত্র প্রত্যাহার করলো জেলার ৪ পুরসভার প্রার্থীরা। এদিন মনোনয়ন পত্র প্রতাহার করেন তাঁরা। বোলপুর পুরসভার…

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অনুরোধ উপেক্ষা করে মনোনয়ন পত্র প্রত্যাহার করলো জেলার ৪ পুরসভার প্রার্থীরা। এদিন মনোনয়ন পত্র প্রতাহার করেন তাঁরা। বোলপুর পুরসভার ২২ আসনে ১০ বিরোধী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে। অন্যদিকে দুবরাজপুরের ১৬টি আসনের মধ্যে ৫টি, সিউড়ীর ২১টি আসনের মধ্যে ১৬টি আসনে তৃণমূল বিনা নির্বাচনে জয়লাভ করে।

এদিকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল জেলা সভাপতি খোদ বলেছেন যে, ‘বিরোধীরা মনোনয়ন প্রত্যাহার করবেন না অনুরোধ করছি। ‘ এদিকে অনুব্রতর অনুরোধ সত্ত্বেও বিরোধী প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন । অপরদিকে সমগ্র বিষয় নিয়ে বিজেপির তরফে বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় দপ্তরের সামনে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ প্রর্দশন করে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা ,বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। এছাড়া একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা মিলে এই বিক্ষোভ করে।
একইসঙ্গে জেলা শাসকের অনান্য কর্মীদের সঙ্গে বিজেপির বচসা হতে দেখা যায়।