Suvendu Adhikari: শুভেন্দুর তিরঙ্গা যাত্রায় গো ব্যাক স্লোগান

প্রজাতন্ত্রের কর্মসূচিতেও রাজনৈতিক তরজা। শুভেন্দুর তিরাঙ্গা যাত্রার আগে পোস্টার হিন্দোলগঞ্জে, গো ব্ল্যাক স্লোগান সহ বিরোধী দলনেতাকে অকথ্য অপমান করা হয়েছে। শাসকদলকে দোষারোপ বিজেপির। আমার তো…

প্রজাতন্ত্রের কর্মসূচিতেও রাজনৈতিক তরজা। শুভেন্দুর তিরাঙ্গা যাত্রার আগে পোস্টার হিন্দোলগঞ্জে, গো ব্ল্যাক স্লোগান সহ বিরোধী দলনেতাকে অকথ্য অপমান করা হয়েছে। শাসকদলকে দোষারোপ বিজেপির।
আমার তো কয়েক ঘণ্টা বাকি হিন্দলগঞ্জ পৌরসভায় শুভেন্দুর তিরঙ্গা যাত্রা। কুরি চিকন মন্তব্য লিখে রেখে হেনস্থা করা হচ্ছে বিরোধী দলনেতা কে। পোস্ট দেবে বলা হয়েছে শুভেন্দু টাকাখোর, ঘুষখোর এসব বিভিন্ন মন্তব্য লেখা হয়েছে।

বসিরহাটের তৃণমূল বিধায়ক বলেন এটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরা চক্রান্ত করে আমাদের ফাঁসানো হয়েছে। এখানে আগেও প্রচুর গন্ডগোল দেখা দিয়েছে নিজেদের মধ্যে। এখানকার বিজেপি নেতা জানাচ্ছেন শুভেন্দু সভায় বিশাল ভিড় হচ্ছে। আগামী লোকসভা এখানে তৃণমূল কিছু করতে পারবে না। বিজেপি জয়লাভ করবে। তাই তৃণমূল ভয় পেয়ে এই পোস্টার লাগাচ্ছে।

বিজেপির তরফে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী এলে এখানে ১০ থেকে ১২ হাজার লোকের সমাগম হয়ে যাবে। শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে লোক আসছে। তৃণমূল এমনিই ভয় পাচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভায় ভালো ফল হতে পারে বিজেপির। তাই তৃণমূলরা এসব করছে।

তৃণমূল এ ঘটনা প্রসঙ্গে বলেছেন, আজ সকালে পোস্টার দেখলাম। বিজেপি এই কাজ করেছে। এর মাধ্যমে বিজেপির দলীয় কোন্দল স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের কোন প্রয়োজন নেই তাদের পোস্টার দেওয়ার বা তাদের পিছনে লাগার।