ফিরে এল বিনিময় প্রথা, বাঘের বদলে মিলছে সিংহ

শিলিগুড়ি: আদিম যুগের বিনিময় প্রথা ফিরে এল ফের৷ বাঘের বদলে মিলছে সিংহ৷ ভিনরাজ্যের চিড়িয়াখানায় যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একজোড়া রয়েল বেঙ্গল টাইগার৷ ফেব্রুয়ারি মাসের…

শিলিগুড়ি: আদিম যুগের বিনিময় প্রথা ফিরে এল ফের৷ বাঘের বদলে মিলছে সিংহ৷ ভিনরাজ্যের চিড়িয়াখানায় যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একজোড়া রয়েল বেঙ্গল টাইগার৷ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানাতে পাঠানো হচ্ছে একটি পুরুষ এবং একটি স্ত্রী বেঙ্গল টাইগারকে৷

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, একজোড়া রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও একজোড়া স্ত্রী এবং পুরুষ লেপার্ড, বেশ কিছু ময়ূর, বিদেশি প্রাণী সেখানে পাঠানো৷ তার বদলে সিপাইজলা চিড়িয়াখানা থেকে আনা হবে দুটি সিংহ৷ সঙ্গে আসবে একজোড়া স্পেকট্যাকলড লাঙ্গুর৷ কোন পথে কীভাবে পশুগুলিকে আনা হবে সেই পরিকল্পনা চলছে৷

জানা গিয়েছে, ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একজোড়া স্ত্রী ও পুরুষ বাঘ আনা হয়েছিল৷ বর্তমানে প্রজননের ফলে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা দাঁড়িয়েছে ১১৷ এই শাবকগুলির মধ্যে থেকেই দুটিকে পাঠানো হচ্ছে ত্রিপুরাতে৷ ইতিমধ্যে সাফারি কর্তৃপক্ষ বাঘেদের ডায়েট চার্ট তৈরি করে সিপাইজলা চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর৷

আগামী ২৯ জানুয়ারি বেঙ্গল সাফারি পার্কে আসবেন সিপাইজলা চিড়িয়াখানার কর্তারা৷ ওই দিনই যাবতীয় কাগজপত্রের কাজ শেষ করা হবে৷ এরপরই শুরু হবে বাঘ ও সিংহের যাওয়া-আসার প্রক্রিয়া৷