SMC: ভোট দিয়ে কাঁদলেন অশোক, প্রবীণ বাম নেতা আবেগতাড়িত

শিলিগুড়ি পুরনিগম (SMC) ভোটে অভাবনীয় মূহর্ত ধরা পড়ল। দীর্ঘ সময়ের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য কাঁদলেন। তাঁর চোখে জল কেন? পুরনিগম ভোটে…

শিলিগুড়ি পুরনিগম (SMC) ভোটে অভাবনীয় মূহর্ত ধরা পড়ল। দীর্ঘ সময়ের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য কাঁদলেন। তাঁর চোখে জল কেন?

পুরনিগম ভোটে গত বোর্ডের মেয়র, প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী অশোক ভট্টাচার্যকে এমন দেখা যায়নি আগে। তিনি ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও মেয়র পদপ্রার্থী। এদিন ভোট দিয়ে বেরিয়ে আসেন চোখে জল নিয়ে।

   

মুহূর্তে সবাই হতচকিত হয়ে পড়েন। সংবাদমাধ্যমের সামনে নিজেকে আর চেপে রাখতে পারেননি দাপুটে সিপিআইএম নেতা। তিনি কাঁদছেন কেন? প্রশ্ন করতেই ভেঙে পড়েন অশোকবাবু। জানান, একলা ভোট দিলাম তাই। 

অশোকবাবু জানিয়েছেন, তিনি ও স্ত্রী বরাবর ভোট দেন। এবারেই তেমন হলনা। গতবছর প্রয়াত হন অশোকবাবুর স্ত্রী রত্না ভট্টাচার্য। তিনিও সিপিআইএম রাজনৈতিক কর্মী ছিলেন। গত তিন দশকের বেশি বরাবর অশোক ও রত্না একসঙ্গে ভোট দিয়েছেন।

রাজ্যে দীর্ঘ বাম জমানায় ‘উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী’ বলে পরিচিত ছিলেন অশোক ভট্টাচার্য। জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য দুই মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ। বাম জমানার পরেও শিলিগুড়িতেই বিধায়ক ও মেয়র হয়েছিলেন। গত বিধানসভা ভোটে পরাজিত হন। এবার ঘোষণা করেন ভোটে দাঁড়াবেন না। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে ভোটে লড়ছেন। তিনি বামফ্রন্টের তরফে মেয়র পদপ্রার্থী।

সকালে এদিন অশোকবাবুকে খোস মেজাজে দেখা যায় বিরোধী টিএমসি ও নির্দল প্রার্থীদের সঙ্গে আড্ডা মারতে। তিনি জানি়যেছেন শিলিগুড়িতে ভোট শান্তিপূর্ণ হচ্ছে।