Purba Medinipur: রূপনারায়ণে নিখোঁজ যুবক, চলছে পুলিশি তল্লাশি

গভীর রাতে রূপনারায়ণে নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এক যুবক। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ওই যুবকের সন্ধান কোথাও পাওয়া যায়নি। পুলিশ ও স্পিড বোটের…

গভীর রাতে রূপনারায়ণে নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এক যুবক। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ওই যুবকের সন্ধান কোথাও পাওয়া যায়নি। পুলিশ ও স্পিড বোটের সাহায্যে ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবক শিবরঞ্জন ভৌমিক (৪১)। তার বাড়ি মহিষাদল থানার অমৃতবেডিয়া এলাকায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিখোঁজ যুবকের সঙ্গে থাকা এক যুবককে আটক করেছে।

এই ঘটনায় রাতের অন্ধকারে রূপনারায়ণ নদী থেকে বালি চুরির অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। যদিও বালি চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি মাছ ধরতে গিয়ে এমন বিপত্তি।

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক কয়েকদিন আগে নতুন নৌকা কিনেছিল শিবনাথ ভৌমিক। সোমবার গভীর রাতে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে গিয়েছিল দু’জন বলে দাবি পরিবারের। নদীতে জোয়ার থাকায় নৌকা থামাতে গিয়ে শিবরঞ্জন নিচে পড়ে যায়। খুঁজে না পেয়ে নৌকা নিয়ে উত্তম ভৌমিক চলে আসেন। রাতেই কুয়াশা থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। সকালে মহিষাদল থানার পুলিশ ও স্পিডবোর্ড তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় পুলিশ উত্তম ভৌমিককে আটক করেছে।

নিখোঁজ শিবরঞ্জন ভৌমিকের বাবা অভিরাম ভৌমিক বলেন “রাতে আমার ছেলে আর ওর বন্ধু দুজনেই মিলে নৌকা নিয়ে রূপনারায়ণ নদীতে গিয়েছিল। তখনই এই ঘটেছে বলে জানতে পেরেছি “।

অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা রঘুনাথ পণ্ডা বলেন ” রাতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণ নদের চর থেকে সাদা বালি কাটতে যায়। ভাঁটার সময় এরা কী করতে গিয়েছিল তা পুলিশ বলতে পারবে “।

মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন ” নতুন নৌকা কিনে রূপনারায়ন নদীতে নেমেছিল। জোয়ারের সময় নৌকা থামাতে গিয়ে পড়ে যায়। তারপরেই নিখোঁজ হয়ে যায়। স্পিডবোর্ড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।