প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি অষ্টম শ্রেণির ছাত্রীর

মালদহ: প্রেমের প্রস্তাবে রাজি হয়নি বছর ১৩-র নাবালিকা৷ তারই মাশুল দিতে হল তাকে৷ রাস্তায় অতর্কিতে হামলা করা হয়৷ গলা কেটে খুনের চেষ্টা করা হয় ওই…

মালদহ: প্রেমের প্রস্তাবে রাজি হয়নি বছর ১৩-র নাবালিকা৷ তারই মাশুল দিতে হল তাকে৷ রাস্তায় অতর্কিতে হামলা করা হয়৷ গলা কেটে খুনের চেষ্টা করা হয় ওই নাবালিকাকে৷ ঘটনায় পলাতক অভিযুক্ত৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের আটমাইল এলাকায়৷ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

জানা গিয়েছে, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণির ছাত্রী৷ সেই সময় তাকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে গলায় আঘাত করার অভিযোগ ওঠে৷ ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়৷ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতেই হামলা বলে প্রাথমিক অনুমান৷ খবর পেয়ে এলাকায় পৌঁছায় মালদহ থানার পুলিশ৷

ঘটনার পরেই উজ্জ্বল মণ্ডল নামে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ জখম স্কুল ছাত্রীর বাড়ি গোয়ালপাড়া এলাকায়৷ পুরাতন মালদহের আটমাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে পাঠরত ওই স্কুল ছাত্রী৷ প্রতিদিনের মতো এদিন দুপুর নাগাদ স্কুল ছুটি হওয়ার পর দিদি-সহ কয়েকজন পাড়ার বান্ধবীদের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল ওই ছাত্রী৷

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানায়, স্কুল থেকে ফেরার সময় রাস্তায় অতর্কিতে ছুরি হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয় ওই যুবক৷ অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে রাস্তায় ফেলে গলার নলি কেটে খুনের চেষ্টা করে ওই যুবক৷ ঘটনার সময় মেয়েটি তারস্বরে চিৎকার করতে শুরু করে৷

তার চিৎকারে এলাকার লোকরা ঘটনাস্থলে ছুটে আসে৷ সেই সময় অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ জখম স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ওই ছাত্রীর গলায় গুরুতর জখম রয়েছে৷ অভিযুক্তের বাড়ি স্কুল লাগোয়া৷ তাই ঘটনার পর থেকে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জল মন্ডল ওই স্কুল ছাত্রীকে প্রেমের জন্য প্রস্তাব দিত৷ রাজি না হয় বারংবার তাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। এরপরই তার উপর হামলা চালায় ওই যুবক৷ ঘটনার পরেই অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অন্যদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রীর পরিবার৷