টানা ২৩ দিন বেপাত্তা সন্দেশখালির বেতাজ বাদশা তৃণমূল নেতা শেখ শাহজাহান (Seikh Sahjahan)। তৃণমূল নেতার বাড়িতে দ্বিতীয়বার তল্লাশির পর কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল ইডিকে। তারপরেই হাজিরার নির্দেশ দিয়ে শাহজাহানের বাড়ির সামনে নোটিশ সাঁটিয়ে ইডি আধিকারিকরা। জানিয়ে দেওয়া হয় আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজির দিতে হবে। সোমবার শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দেখা যাবে কি না, আত্মসমর্পণ করবে কিনা এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
ED সূত্রে খবর, এখনও পর্যন্ত শেখ শাহজাহান বা তাঁর আইনজীবী যোগাযোগ করেননি। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য আইনি পরামর্শ নেবে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বললেন, কিছু করে না থাকলে ওর ইডির কাছে হাজিরা দেওয়া উচিত।
তৃণমূলের এহেন বক্তব্যকে তীব্র আক্রমণ করেছে বিজেপি. বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘তাহলে কেউ কোনও অপরাধ করে থাকলে তাকে পালিয়ে বেড়াতে বলছেন রথীন ঘোষ? শুধুমাত্র যারা কিছু করেননি তারাই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন?’
প্রসঙ্গত, প্রথমদিন দিন ইডি আধিকারিকদের বাধার মুখে পড়তে হলেও দ্বিতীয়দিন কোনও জনরোষ দেখা যায়নি শাহজাহান শেখের বাড়িতে। যদিও, শাহজাহান শেখের বাড়িতে একাধিক জায়গায় তালা দেওয়া ছিল। সেইগুলি একের পর এক ভাঙতে হয় ইডি আধিকারিকদের। ভাঙা হয় আলমারি, ড্রয়ার। অনেক কিছু ঘেঁটে সেরকম দামী কিছু জিনিস পায়নি বলেই জানা গিয়েছে ইডি সূত্রে। একটি ঘর থেকে সামান্য কিছু বাতিল পাঁচশো টাকার নোট এবং সামান্য কিছু নথি পাওয়া গিয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে।