আগামী এক সপ্তাহে কার্যকর হবে CAA, জানালেন মোদীর মন্ত্রী

২০২৪ সালের লোকসভা নির্বাচন কাছে আসতেই ফের উঠেছে নাগরিক সংশোধনী আইন বা সিএএ (CAA) রব। এই আবহে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে…

২০২৪ সালের লোকসভা নির্বাচন কাছে আসতেই ফের উঠেছে নাগরিক সংশোধনী আইন বা সিএএ (CAA) রব। এই আবহে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে নাগরিক সংশোধনী আইন (CAA) লাগু হবে। তিনি বলেন, আমি মঞ্চ থেকে গ্যারান্টি দিচ্ছি যে আগামী ৭ দিনের মধ্যে শুধু বাংলায় নয়, গোটা দেশে সিএএ লাগু হবে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন শান্তনু ঠাকুর।

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী কেন বলছেন যে যারা এসেছে, তারাই নাগরিক। নাগরিক যদি হয়, তাহলে পাসপোর্টের যাচাইকরণের জন্য যখন ডিআইবি-র কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন ১৯৭১ সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে। আমাদের তো ভোটারকার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখেই পাসপোর্টের ভেরিফিকেশন করা উচিত। এই সব রাজ্য সরকার রাজনীতির জন্য করছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে আইনে পরিণত হয়েছিল নাগরিক সংশোধনী আইন বা সিএএ। এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ সহ ৬টি ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে সিএএ কার্যকর করা সম্ভব হয়নি। এরপর বিগত প্রায় ৫ বছর ধরে এই আইনের ধারা এবং নিয়ম বানাতেই চলে গিয়েছে সরকারের। তবে এখনও সিএএ কার্যকর হয়নি।