Sandeshkhali: পুলিশকে ভর্ৎসনা আদালতের, জামিন সিপিএমের নিরাপদ সর্দারের

কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সন্দেশখালিতে (Sandeshkhali) হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন সিপিআইএম (CPIM) বিধায়ক নিরাপদ সরদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে জানিয়ে দিল…

Sandeshkhali

কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সন্দেশখালিতে (Sandeshkhali) হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন সিপিআইএম (CPIM) বিধায়ক নিরাপদ সরদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে জানিয়ে দিল আজকের মধ্যে নিরাপদবাবুক জেল থেকে মুক্ত করা না হলে আদালত অবমাননার নোটিশ জারি করা হবে প্রশাসনের বিরুদ্ধে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বরের ডিভিশন বেঞ্চ এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপরই নিঃশর্ত জামিন মঞ্জুর করেছেন এই বাম নেতার।

উচ্চ আদালতের নির্দেশ, মঙ্গলবারই নিরাপদ সর্দারকে জেল থেকে মুক্ত করতে হবে। তা না হলে পুলিশ আদালত অবমাননা করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিচারপতিরা সাফ জানিয়েছেন য়ে, এতদিন নিরাপদ সর্দারকে যেভাবে আটকে রাখা হয়েছে তা সঠিক নয়। এভাবে কাউকে আটকে রাখা যায় না।

   

আদালতের পর্যবেক্ষণ, গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক। তবে নিরাপদ সর্দারকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পুলিশের তরফে এফআইআর (FIR) দায়ের হয়েছে ৯ তারিখ। অভিযোগ জমা পড়ার আগে কীভাবে এফআইআর, তা দেখে বিস্মিত হাইকোর্ট। কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন করেছেন বিচারপতি বসাক। পাশাপাশি তাঁর বক্তব্য, যেভাবে এতদিন নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছে তার প্রক্রিয়া সঠিক নয়। এভাবে কাউকে আটকে রাখা যায় না।

নিরাপদ-র জামিন মঞ্জুরের পর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘অপরাধীরা পুলিশের ঘেরাটোপে ঘুরে বেড়াবে। আর সত্যি কথা বলায় নিরাপদ সর্দারকে এতদিন অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে। নিরাপদর বিরুদ্ধে দু’টো মামলা। একটা শিবু হাজরা করেছিল, অন্যটা ভানু মণ্ডল। দু’জনই মহিলাদের অভিযোগে অভিযুক্ত। আর প্রমাণিত হল যে, মমতা সরকার স্বৈরাচারী।’