Oldest MP Died : প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ

প্রয়াত হলেন দেশের প্রবীণতম সাংসদ (Oldest MP Died) তথা সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা শফিকুর রহমান বর্ক (Shafiqur Rahman Barq)। বয়স হয়েছিল ৯৪ বছর। মঙ্গলবার…

Oldest MP Died

প্রয়াত হলেন দেশের প্রবীণতম সাংসদ (Oldest MP Died) তথা সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা শফিকুর রহমান বর্ক (Shafiqur Rahman Barq)। বয়স হয়েছিল ৯৪ বছর। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান সাংসদের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি সমবেদনা জানিয়েছেন সাংসদের পরিবারকে। পাশাপাশি সমাজবাদী পার্টির পক্ষ থেকেও এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, একাধিকবারের সাংসদ শফিকুর রহমান বর্কের প্রয়াণে আমরা শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।

১৯৩০ সালের ১১ জুলাই জন্ম শফিকুরের। রাজনীতিতে যোগ দিয়েছিলেন চৌধুরী চরণ সিংয়ের হাত ধরে। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন শফিকুর। সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়া তুলে ধরার জন্য খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) সংস্পর্শে সমাজবাদী পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। শফিকুর চারবারের সমাজবাদী পার্টির বিধায়ক ও পঞ্চমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪, ২০০৯ সালে মোরাদাবাদ থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন, আর ২০১৯ সালে সম্ভল থেকে সাংসদ।

২০২৩ সালে নতুন সংসদ ভবনে যখন বর্ষীয়ান সাংসদ হিসেবে ৯৩ বছর বয়সে তিনি তাঁর আসন গ্রহণ করেন, মোদী তা দেখে আপ্লুত হয়ে বলেন, ‘সংসদের প্রতি এমনই আনুগত্য থাকা উচিত।’ বাস্তবিকই সংসদীয় কাজের প্রতি অত্য়ন্ত যত্নবান ছিলেন তিনি। তাঁর প্রয়াণে একটি বিরাট শূন্যস্থান তৈরি হল। কার্যত একটা যুগের অবসান হল এদিন।