ISL : বিস্ফোরক মানোলো মার্কেজ, উঠল গুপ্তচরবৃত্তির অভিযোগ

আইএসএল (ISL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে এফসি গোয়া (Mumbai City fc vs FC Goa)। সম্প্রতি মুম্বই সিটি এফসি বনাম এফসি…

ISL

আইএসএল (ISL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে এফসি গোয়া (Mumbai City fc vs FC Goa)। সম্প্রতি মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইন্ডিয়ান সুপার লীগে। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এফসি গোয়া দলের কোচ।

আগামী ২৮ ফেব্রুয়ারি মুম্বই ফুটবল অ্যারেনায় মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে এফসি গোয়া। আইল্যান্ডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে এফসি গোয়ার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। এফসি গোয়া অভিযোগ করেছে যে মুম্বই সিটি এফসি প্রশিক্ষণের প্রস্তুতি সম্পর্কে গুপ্তচরবৃত্তি করার জন্য লোক পাঠিয়েছিল। মুম্বইয়ের তরফে একজন ফটোগ্রাফারকে এফসি গোয়ার অনুশীলনে পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, লীগের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে এফসি গোয়া।

অভিযোগ, মুম্বই সিটি এফসির বিশ্লেষককে প্রথম ট্রেনিং সেশনে দেখা গিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এফসি গোয়ার এক আধিকারিক মিডিয়ায় জানিয়েছেন, ওই বিশ্লেষক প্রশিক্ষণ সংক্রান্ত ফুটেজ রেকর্ড করেছেন। ক্লাব কর্তৃপক্ষ এরই মধ্যে লীগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বলে সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

এফসি গোয়ার প্রধান কোচ মানোলো মার্কেজ এই ঘটনায় একেবারে ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ব্যাপারে হতাশাও প্রকাশ করেছেন। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে দলের চোট আঘাত সমস্যা সংক্রান্ত বিষয়ে মানোলো মার্কেজকে প্রশ্ন করা হয়েছিল। তখনই ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করুন যিনি প্রশিক্ষণ সেশনের সময় রেকর্ডিং করছিলেন। মুম্বই সিটি এফসির ফটোগ্রাফার। ও (বোরহা হ্যারেরা) ট্রেনিং করছে কি না, মুম্বইয়ের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন।”