ATK Mohun Bagan: হায়দরাবাদ এফসির বিপক্ষে নামার আগে হুঙ্কার দিমিত্রিদের

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে দুই লেগের ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। লিগের প্রথম পর্বে হুগো বুমোসে গোলে হায়দরাবাদ কে পরাজিত করলেও দ্বিতীয় লেগে ওগবেচের করা গোলে সবুজ-মেরুন কে পরাজিত করে হায়দরাবাদ।

Fardin Ali Mollah Dimitri Petratos Hugo Boomos

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে দুই লেগের ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। লিগের প্রথম পর্বে হুগো বুমোসে গোলে হায়দরাবাদ কে পরাজিত করলেও দ্বিতীয় লেগে ওগবেচের করা গোলে সবুজ-মেরুন কে পরাজিত করে হায়দরাবাদ।

এক কথায় বলতে গেলে শেয়ানে শেয়ানে টক্কর। সেটা আরও জমে ওঠে আইএসএলের সেমিফাইনালে। ফের মুখোমুখি হতে হয় দুই দলকে। প্রথম সেমিফাইনালে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও অন্তিম পর্বে ট্রাইবেকারের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান। ৪-৩ গোলের ব্যবধানে ম্যাচ পকেটে পুড়ে নেয় মেরিনার্সরা। এবার মরশুমের শেষে ও ফের হায়দরাবাদের মুখোমুখি হতে হবে হুয়ান ফেরেন্দোর ছেলেদের।

   

আগামী ৩রা মে এএফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে ওগবেচেদের মুখোমুখি হবে প্রীতমরা। যা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই কঠোর অনুশীলন শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। লক্ষ্য একটাই, ফের হায়দরাবাদ বধ করা। তাই এবার ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাগান তারকা দিমিত্রি পেত্রাতোস। তিনি বলেন, এবার আর আইএসএল চ্যাম্পিয়ন হয়েই থেমে থাকতে চাই না। আগের বছর আমরা ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছিলাম। এবার আরও উপরে উঠতে চাই। তার আগে অবশ্য আবার হায়দরাবাদ কে হারাতে চাই। ওরা যথেষ্ট শক্তিশালী দল। অনেক ভালো ফুটবলার ওদের আছে। তবে ওদের কে হারানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওদের শক্তি আর সমস্যা দুটোই আমরা ভালোভাবে জানি। তাই আগামী ম্যাচে ওদের পরাজিত করে নিশ্চিতে দেশে ছুটি কাটাতে চাই।

জানা গিয়েছে, আজ ঘরের মাঠে নিজেদের শেষ অনুশীলন সমাপ্ত করে সোজা কোঝিকোড় উড়ে যাবে বাগান শিবির। তার আগে এই এএফসি কাপের ম্যাচ খেলতে নামার আগে প্রায় ৯ থেকে ১০ দিন যুবভারতীতে অনুশীলন করেছে শুভাষিস-প্রীতমরা। এছাড়াও দলের সাথে যুক্ত ছিল তিরি থেকে শুরু করে হ্যামিল, স্লাভকো ও হুগো বুমোস সহ সকলেই। বলা যায়, এই ম্যাচ খেলার ক্ষেত্রে প্রায় সব বিদেশি কেই সঙ্গে পাচ্ছে এটিকে মোহনবাগান। তবে হায়দরাবাদ ম্যাচ নিয়ে দিমিত্রি কে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগলেও প্রতিপক্ষ কে যথেষ্ট সমীহ করছেন এবারের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো।