বিশ্বের দীর্ঘতম নদীপথের রিভার ক্রুজ ‘এম ভি গঙ্গা বিলাস’ বর্তমানে পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। ‘ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটি অফ ইন্ডিয়া’ Inland Waterways Authority of India (IWAI)-র এই প্রমোদ তরী গতকাল মুর্শিদাবাদের ফারাক্কায় আসে।
ফারাক্কার নেভিগেশন লক-এর মধ্য দিয়ে এগোয় এটি। আজ সকালে তা’ যায় প্রাচীন জনপদ-আজিমগঞ্জে। এখানে পর্যটকরা ঘুরে দেখেন, চারবাংলা টেরাকোটা মন্দির, রামবাগ জৈন মন্দির সহ বিভিন্ন প্রাচীন স্থাপত্য। স্থানীয় লোকসংস্কৃতি এবং আচার-অনুষ্ঠানের কথাও জানতে চান তারা।
আগামীকাল গঙ্গা বিলাস নোঙর করবে নবাব নগরী লালবাগে। ঘুরে দেখবেন হাজার দুয়ারি, কাটরা মসজিদের মতো ঐতিহাসিক স্থানগুলি। আজ বিকেলে এই প্রমোদ তরী দেখতে নদীর দুপারে বহু মানুষ ভিড় করেন। তাঁদের হাত নেড়ে শুভেচ্ছা জানান পর্যটকরা।