Rohit sharma: আজব রোগে ‘আক্রান্ত’ রোহিত, টসে ভুলেই গেলেন ম্যাচ পরিকল্পনা

বিরাট কোহলি এক টিভি শো-তে রোহিত শর্মার (Rohit sharma) ভুলে যাওয়ার গল্প বলেছিলেন। তিনি নাকি হোটেলে ফোন ফেলে আসেন, ঘড়ি ফেলে আসেন।

Rohit sharma

বিরাট কোহলি এক টিভি শো-তে রোহিত শর্মার (Rohit sharma) ভুলে যাওয়ার গল্প বলেছিলেন। তিনি নাকি হোটেলে ফোন ফেলে আসেন, ঘড়ি ফেলে আসেন। রোহিতের যে সত্যিই ভুলে যাওয়ার রোগ আছে তার প্রমাণ পাওয়া গেলো আজ।

টসে জিতে রোহিত শর্মা ভুলেই গেলেন তা আসলে কি করতে চান! কি প্ল্যান নিয়ে এসেছিলেন তার মনে নেই কিছুই। পরে অবশ্য তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সেটাই কাজে দিয়েছে ভারতীয় দলের হয়ে।

প্রথম পাওয়ার প্লে-তে (১০ ওভারে) মাত্র ১৫ রান তুলতে পেরেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাথে হারিয়েছিল ৪ উইকেট। তবে এটা নিউজিল্যান্ডের সর্বনিম্ন পাওয়ার প্লে রান না, এর আগে ১৩ রান করেছিলো কিউইরা।

ওয়ানডে ক্রিকেটে প্রথম পাওয়ার প্লে-তে সর্বনিম্ন রান করা দলটার নাম দঃ আফ্রিকা। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোটে ৮ রান করেছিলো তারা।
সর্বনিম্ন পাওয়ার প্লে-রান ( ওয়ানডে)-
দঃ আফ্রিকা ( প্রতিপক্ষঃ অস্ট্রেলিয়া) – ৮ রান
পাকিস্তান ( প্রতিপক্ষঃ নিউজিল্যান্ড) – ৯ রান ও ১২ রান (প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কা ( প্রতিপক্ষঃ আফগানিস্তান) – ১০ রান
ভারত ( প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা) – ১১ রান
নেদারল্যান্ডস ( প্রতিপক্ষঃ দ. আফ্রিকা) – ১১ রান
নিউজিল্যান্ড ( প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা) – ১৩ রান
অস্ট্রেলিয়া (প্রতিপক্ষঃ নিউজিল্যান্ড) – ১৪ রান