Friday, February 3, 2023

উদীয়মান এই তারকা ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিল Mumbai City FC

- Advertisement -

চলতি জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে একটা নাম বেশ কিছু দিন ধরে খুব ঘুরে বেড়াচ্ছিলো। কথা বলছি ১৮ বছর বয়সী ভারত রাইট মিডফিল্ডের ফুটবলার গাইমার নিকুম। গাইমার নিকুম দলে নেওয়ার জন্য দড়ি টানাটানি শুরু হয়েছিল একাধিক আইএসএলের ক্লাবের মধ্যে।

অত্যন্ত প্রতিভাবান এই ফুটবলার কে সই করিয়ে দারুণ চমক দিলো ইন্ডিয়ান সুপার লিগে এবছর দুরন্ত ছন্দে থাকা ক্লাব মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে এই ফুটবলার কে দলে নিয়ে দারুণ চমক দিলো মুম্বাই সিটি এফসি।

শোনা যাচ্ছে ৫ বছরের চুক্তিতে এই ফুটবলার কে সই করিয়েছে মুম্বাই সিটি এফসি। চলতি মাসে মুম্বাই সিটি এফসিতে যোগদান করবে এই ফুটবলার।তার চুক্তির একটা চমকপ্রদ শর্ত হলো সিটি গ্রুপের অন্তর্ভুক্ত যে কয়েকটি ক্লাবে আছে বিভিন্ন দেশে,ভবিষ্যতে তার পারফরম্যান্স দেখে সেই সব ক্লাবে নিয়ে যাওয়া হতে পারে তাকে।নিঃসন্দেহে এই চুক্তি সারার ফলে ভীষণ ভাবে লাভবান হবেন নিকুম।