কেলেঙ্কারি ফাঁস! রেশন দুর্নীতির লক্ষ লক্ষ টাকা ইডিকে ফেরত দিতে চান ঋতুপর্ণা

‘রেশন দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই’। ১৯ জুন ইডি দফতর থেকে বেরিয়ে এমনটাই দাবি করেছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু দু’সপ্তাহের মাথায় সেই…

‘রেশন দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই’। ১৯ জুন ইডি দফতর থেকে বেরিয়ে এমনটাই দাবি করেছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু দু’সপ্তাহের মাথায় সেই ঋতুপর্ণাই ইডিকে টাকা ফেরত দেওয়ার ইচ্ছেপ্রকাশ প্রকাশ করলেন। সূত্রের খবর, ইডিকে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছিলেন, ঋতুপর্ণার একটি সংস্থায় দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে। যদিও ঋতুপর্ণার আইনজীবী বিপ্লব গোস্বামী দাবি করেছিলেন, সিনেমা প্রযোজনার জন্য কিছু টাকার লেনদেন হয়েছিল। সেই টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে।

   

এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন। সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পারিশ্রমিক বাবদ ৩০ লক্ষ ৬৪ হাজার টাকা নিয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ২০১৯ সালে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ডাকযোগে ইডিকে টাকা ফেরত দেন তিনি।

ঘুম উড়েছে মোদীর! সংসদের কার্যপ্রণালী বাদ রাহুলের বক্তৃতার একাংশ

টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের (বর্তমানে জেলে) থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২০২৩-এর মার্চে অভিনেতাকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। তার কয়েকদিনে মধ্যেই ইডির অ্যাকাউন্টে ওই টাকা জমা করেন টলি অভিনেতা।

সারদার গোষ্ঠীর একটি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনার জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ৭৬ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। এর মধ্যে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ২০১৫ সালে ড্রাফটের মাধ্যমে ইডিকে ফেরত দেন মিঠুন। বাকি টাকা আয়কর দিয়েছেন বলে দাবি করেন মিঠুন।

হুড়মুড়িয়ে কমল দাম! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল