East Bengal FC: কবে ভারতে আসছেন সাউল ক্রেসপো? জানুন

জুলাই মাসের শুরু থেকেই শহরে আসতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) ফুটবলাররা। ইতিমধ্যেই এসে গিয়েছেন লাল-হলুদের তিন কাঠির প্রহরী প্রভসুখান সিং গীল। এছাড়াও কলকাতায়…

Saul Crespo

জুলাই মাসের শুরু থেকেই শহরে আসতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) ফুটবলাররা। ইতিমধ্যেই এসে গিয়েছেন লাল-হলুদের তিন কাঠির প্রহরী প্রভসুখান সিং গীল। এছাড়াও কলকাতায় এসে গিয়েছেন দুই তরুণ ফুটবলার তথা পিভি বিষ্ণু এবং মার্ক জোথানপুইয়া। উল্লেখ্য, আজ ভোর রাতে তিলোত্তময় পা রাখছে দলের অধিনায়ক ক্লেটন সিলভা।

   

এখন সেদিকেই নজর রয়েছে সকলের। তারপর আগামীকাল কলকাতায় আসবেন দলের হেড স্যার কার্লস কুয়াদ্রাত। সেই সাথে আসবেন সহকারী কোচেরা। তারপরেই অনুশীলন শুরু করবে কলকাতা ময়দানের এই প্রধান দল।

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার আগে গোটা দলকে ছন্দে আনাই এখন একমাত্র লক্ষ্য স্প্যানিশ কোচের। কিন্তু কবে আসবেন মাঝ মাঠে অন্যতম ভরসা সাউল ক্রেসপো? সেই নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে।

তবে এবার যতদূর জানা গিয়েছে, আগামী ৩রা জুলাই কলকাতায় আসছেন মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য এই ফুটবলার। যা নিঃসন্দেহে খুশি করবে সমর্থকদের। গত বছর দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের।

ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল হোক কিংবা সুপার কাপ। প্রতিক্ষেত্রেই দলের অন্যতম ভরসাযোগ্য থেকেছেন এই ফুটবলার। সেজন্য তার সঙ্গে চুক্তি বাড়ায় ইমামে ম্যানেজমেন্ট। নতুন সিজনে ও তার দিকে নজর থাকবে সকলের।