সুযোগ পেলেই অস্ট্রেলিয়াকে ‘দেখে নেওয়ার’ হুংকার দিলেন এই কেকেআর তারকা

এখনও লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর| টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় আগ্রাসন রয়েছে যথেষ্ট পরিমানেই রয়েছে তাঁর কাছে| তবে কলকাতার হয়ে আইপিএলের মঞ্চ কাঁপানো হর্ষিত…

Harshit Rana Expresses Anticipation of Australia Call-Up for Border-Gavaskar Trophy

এখনও লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর| টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় আগ্রাসন রয়েছে যথেষ্ট পরিমানেই রয়েছে তাঁর কাছে| তবে কলকাতার হয়ে আইপিএলের মঞ্চ কাঁপানো হর্ষিত রানা ভাল করেই জানেন শুধু আগ্রাসন দিয়ে জাতীয় দলে টিকে থাকার লড়াইটা বেশ কঠিন| তাই আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে মাঠে নামার সুযোগ পেলে স্মিথ -লাবুশেনদের নিজের দক্ষতায় পরাস্ত করতে চান তিনি| এছাড়াও গতকাল এক সাক্ষাৎকারে তরুণ পেসার হর্ষিত জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য তাঁর নির্বাচনের পূর্বাভাস তিনি নিজেই পেয়েছিলেন এবং এই সুযোগকে তিনি জীবনের এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন (Harshit Rana About Border-Gavaskar Trophy)।

২০২৪ আইপিএল মরশুমে বল হতে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল হর্ষিত রানার| মিচেল স্টার্কের মত তারকা থাকা সত্ত্বেও ১৩টি ম্যাচ খেলে তিনি ১৯টি উইকেট নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন রানা| তবে শুধু নিজের বোলিং দক্ষতার কারণে নয় , নিজের অনন্য উদযাপনের ধরণ, ‘ফ্লাইং কিসের’ জন্যও আইপিএলে বিশেষভাবে সমালোচিত হন দিল্লির এই স্পীডস্টার|

   

হর্ষিত সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “মাঠে আমার প্রতিযোগিতামূলক মনোভাব এবং আক্রমণাত্মক আচরণ আমাকে সেই ধরনের ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ করে যা অস্ট্রেলিয়া খেলে। আমি জানতাম যে অস্ট্রেলিয়া সফরের জন্য আমাকে বিবেচনা করা হতে পারে, কারণ আমি দীর্ঘ সময় ধরে টেস্ট দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম। যদি আমাকে মাঠে নামার সুযোগ দেওয়া হয় তাহলে আমি একাই ওঁদের (অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ) দেখে নিতে পারি|”

চাকরি খোয়ালেন এরিক টেন হাগ, ম্যান ইউয়ের দায়িত্বে নিস্তেলরুই

এছাড়াও হর্ষিত ভারতীয় দলের সঙ্গে কাটানো সময়কে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই অভিজ্ঞতা শুধু ক্রিকেটের সাথেই নয়, বরং গোটা জীবনকে নিয়ে। একজন ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের সঙ্গে থেকে আমি অনেক কিছু শিখেছি এবং নিজেকে অনেক উন্নত করতে পেরেছি।”

আইএসএলের ছয় নম্বর সপ্তাহে সেরা ফুটবলারদের তালিকায় বাগানের কোন ফুটবলার!

প্রসঙ্গত উল্লেখ্য যে ,বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫টি টেস্ট ম্যাচ হবে, যার প্রথম ম্যাচটি শুরু হবে ২২শে নভেম্বর। হর্ষিত রানাকে আসন্ন সিরিজে অভিষেকের (Harshit Rana About Border-Gavaskar Trophy) সুযোগ দেওয়া হয় কিনা, তা দেখার জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন।