তাঁর জন্য মঞ্চটা প্রস্তুত ছিল। এবছরের ব্যালন ডি’অর জিতবেন ভিনিসিয়ুস সেকথা একপ্রকার নিশ্চিত ছিল সকলের কাছে। গত কয়েক দিন ধরে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের বক্তব্যও খানিকটা সেরকমই ছিল। এমনকি আজ বিকেলে বেশ কিছু ফরাসি সাংবাদিকদের সূত্র অনুযায়ী গুজব ছড়িয়ে পড়েছিল ব্যালন ডি’অরের ফাঁস হওয়া ভোটাভুটির তালিকায় মাদ্রিদ ফরোয়ার্ডের নামটাই সবার ওপরে। ব্যালন ডি’অর নাটকের শেষ অঙ্কে এসে হটাৎ দেখা গেছে ভিন্নমত। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছে বর্ষসেরার এ পুরস্কার রদ্রির হাতেই ওঠার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও ভিনির হাতে এই পুরস্কার না ওঠায় প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রত্যেক সদস্যরা (Vinicius Jr Real Madrid skip Ballon d’Or)।
ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্টের রিপোর্টার ফ্যাব্রিস হকিন্স জানান, ভিনিসিয়ুসসের ঘনিষ্ঠ মহলে ধারণা তৈরি হয়েছে যে তিনি বলন ডি’অর জিতবেন না। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ভিনিসিয়ুসের ঘনিষ্ঠদের এখন বিশ্বাস যে তিনি ব্যালন ডি’অর জিতছেন না। রিয়াল মাদ্রিদের সকলেরই এই ধারণা।”
এছাড়াও ইতিমধ্যেই ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদের কেউই বলন ডি’অর অনুষ্ঠানে যোগ দেবেন না। তিনি জানান, “ভিনিসিয়ুস জুনিয়র প্যারিসে যাচ্ছেন না, কারণ রিয়াল মাদ্রিদ জানে তিনি ব্যালন ডি’অর জিতবেন না। ক্লাবের কোনো প্রতিনিধি, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কিংবা কোচ কার্লো আনচেলত্তি এবং খেলোয়াড় জুড বেলিংহ্যামও সেখানে যাচ্ছেন না।”
💔 BREAKING: Vinicius Jr will NOT travel to Paris as Real Madrid know he will NOT win the Ballon d’Or.
No one from Real Madrid will attend the ceremony. No Florentino Pérez, no Vini Jr, no Carlo Ancelotti, no Jude Bellingham. pic.twitter.com/lHiJqD5CGs
— OVO (@Ronaldiam3) October 28, 2024
বিষয়টিকে আরও বেশি করে সমর্থন করেছে রিয়াল-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’। আজ বেশ কিছুক্ষন আগেই তাঁরা তাঁদের সংবাদপত্রে বিষয়টির সতত্যা সম্পর্কে সিলমোহর জানিয়ে লেখেন, “প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। যেখানে গোটা স্কোয়াডেরই প্যারিসে যাওয়ার কথা ছিল, সেখানে কেউ-ই যাচ্ছেন না। ভিনিসিয়ুস একাও নয়। সংবাদমাধ্যমটি ইঙ্গিত দিয়েছে, ভিনিসিয়ুস এবার ব্যালন ডি’অর জিতছেন না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রিয়াল।” যার ফলেই এই মুহূর্তে সমগ্র নেটদুনিয়া জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মার্কা জানিয়েছে, প্যারিসে যেতে রিয়াল যে বিমানটি ভাড়া করেছিল সেটি অ্যাডলফো সুয়ারেজ বারাজেস স্টেডিয়াম থেকে বিকেল ৩টায় উড়াল দেওয়ার কথা ছিল। রিয়াল ও খেলোয়াড়দের সংশ্লিষ্ট মোট ৫০ জনের প্যারিসে যাওয়ার কথা ছিল। কিন্তু প্যারিস থেকেই নেতিবাচক খবর জানার পর রিয়াল যাত্রা-পরিকল্পনা বাতিল করেছে বলে জানিয়েছে মার্কা (Vinicius Jr Real Madrid skip Ballon d’Or)। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, প্যারিসে যেতে ৫০ জনের একটি দল স্থানীয় সময় দুপুর ২টোর সময় রিয়ালের অনুশীলন কেন্দ্র ভ্যালদেবেবাসে উপস্থিত ছিলেন।
Rodri travelled to Paris for the 2024 Ballon d’Or ceremony still on crutches 👀 pic.twitter.com/YeutEggHAn
— ESPN UK (@ESPNUK) October 28, 2024
রিয়ালের হয়ে গত মরসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ২৪ গোলের পাশাপাশি ১৩টি গোল বানিয়েছেন ভিনিনিয়ুস। তাঁর ৬টি গোল রিয়ালকে ১৫তম ইউরোপসেরার মুকুট জিততে দারুণ সাহায্য করেছে। সেমিফাইনাল ও ফাইনালেও গোল করেছিলেন। ব্যক্তিগত সেরার এ পুরস্কারটি জয়ে এবার ভিনিকেই ফেবারিট ভাবা হয়েছিল। তবে তাঁর প্রতিপক্ষ রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরো খেতাবও। তবে ভিনির মতো গোল করতে পারেননি। তাই বিশ্লেষক থেকে ভক্ত ও সংবাদমাধ্যমের চোখে খেতাবের দৌড়ে তিনি ভিনির চেয়ে পিছিয়ে ছিলেন।
সুযোগ পেলেই অস্ট্রেলিয়াকে ‘দেখে নেওয়ার’ হুংকার দিলেন এই কেকেআর তারকা
তবে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে রদ্রি নাকি ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে গেছেন। যদিও এ বিষয়ে রদ্রিপূর্বে মন্তব্য করেছেন, “স্পেনের একজন খেলোয়াড়ের এই পুরস্কার পাওয়া উচিত। স্প্যানিশ ফুটবল ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য।” প্যারিসে স্থানীয় সময় দুপুর ২টায় রদ্রি পৌঁছেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমগুলি।
চাকরি খোয়ালেন এরিক টেন হাগ, ম্যান ইউয়ের দায়িত্বে নিস্তেলরুই
প্রসঙ্গত উল্লেখ্য যে শেষ মুহূর্তের এই নাটকীয়তায় এবং রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্তের ফলে ব্যালন ডি”অরের রাতটি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে (Vinicius Jr Real Madrid skip Ballon d’Or)। তবে পুরুষদের হয়ে রদ্রি জেতার পাশাপাশি এবার মহিলাদের ব্যালন ডি’অর জয়েও ফেবারিট একজন স্প্যানিশ—আইতানা বোনমাত্তি। এছাড়াও বর্ষসেরা কোচের পুরস্কার স্পেনকে ইউরো জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের হাতে ওঠার সম্ভাবনাই বেশি। শেষমেশ রাত পোহালেই ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠানে নিশ্চিত হওয়া যাবে কে জিতবেন বিশ্ব ফুটবলের এই শীর্ষ সম্মান।