ঘুম উড়েছে মোদীর! সংসদের কার্যপ্রণালী বাদ রাহুলের বক্তৃতার একাংশ

সংসদে সোমবার ঝোড়া ব্যাটিং করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)! ৯০ মিনিটের ভাষণে সরকার পক্ষের ঘুম উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। আর তাই রাহুলের বক্তৃতার (Rahul Gandhi)…

Rahul Modi ঘুম উড়েছে মোদীর! সংসদের কার্যপ্রণালী বাদ রাহুলের বক্তৃতার একাংশ

সংসদে সোমবার ঝোড়া ব্যাটিং করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)! ৯০ মিনিটের ভাষণে সরকার পক্ষের ঘুম উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। আর তাই রাহুলের বক্তৃতার (Rahul Gandhi) বেশ কিছু সংসদের কার্যপ্রণালী থেকে বাদ দেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ, সরকারের পক্ষে অস্বস্তিকর প্রসঙ্গগুলিই পরিকল্পিত ভাবে বাদ দেওয়া হয়েছে।

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন। ৯০ মিনিটের ভাষণে হিন্দু ধর্ম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অগ্নিবীর সহ ২০টি বিষয়ে বক্তব্য রাখেন। লোকসভায় দেওয়া ভাষণ থেকে রাহুল গান্ধীর কিছু বক্তব্য রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্পপতি আদানি-আম্বানি, হিন্দু ধর্ম সম্পর্কিত বিবৃতি।

   

রাহুল গান্ধীর যে বিবৃতিতে বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি অন্যায্য আচরণের অভিযোগ করেছিলেন তাও লোকসভার আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে। অগ্নিবীর, পিএমওর পরিকল্পনা সম্পর্কিত ভাষণও রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। সরকারকে কোণঠাসা করতে রাহুল গান্ধী ভগবান শিব, গুরু নানক এবং যীশু খ্রিস্টের ছবি এনেছিলেন।

রাহুলের এক ভাষণেই কুপোকাত বিজেপি? গুরুত্ব আঁচ করে জবাবি আসরে মোদী

ভাষণ চলাকালীন রাহুল গান্ধী ভগবান শিবের ছবি দেখিয়ে বলেছিলেন যে ভগবান শিব কাউকে ভয় করতে বা ভয় দেখাতে শেখান না। রাহুল গান্ধী ২০টি বিষয়ে সরকারকে কোণঠাসা করেছেন। এর মধ্যে রয়েছে হিন্দু, অগ্নিবীর, কৃষক, মণিপুর, নিট, বেকারত্ব, জিএসটি, এমএসপি, হিংসা, ভয়, ধর্ম, অযোধ্যা, গুজরাত, জম্মু ও কাশ্মীর, লাদাখ, প্রধানমন্ত্রী এবং স্পিকার।

রাহুল গান্ধীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের বক্তৃতা চলাকালীনই নিজের আসন থেকে উঠে প্রতিবাদ জানান মোদী। এরপর শাহ বলে, হিন্দুদের অপমান করেছেন রাহুল গান্ধী। হিংসাকে কোনও ধর্মের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

শপথ বিতর্কে রাজ্যপালের মনের কথা ফাঁস কুণালের!

এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আবার রাহুলের বক্তব্যকে সমর্থন করেন। প্রিয়াঙ্কা বলেন, ‘রাহুল গান্ধী হিন্দু ধর্মকে অপমান করেননি।’ ঋষি ও সাধুরাও রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছেন এবং হিন্দু সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচবা করেছেন।