হাবড়ায় বাম প্রার্থীর সমর্থনে ব্যালট খাওয়ার জেরে ফের ভোট

গ়ননার দিন বাম প্রার্থীর দাবি ছিল তার সমর্থনে ছাপ মারা ব্যালট খেয়ে নিয়েছে তৃ়নমূল প্রার্থী। হাবড়ার সেই ভুরকুন্ডায় ফের ভোট হবে। তীব্র বিতর্কে জয়ী তৃণমূল।…

গ়ননার দিন বাম প্রার্থীর দাবি ছিল তার সমর্থনে ছাপ মারা ব্যালট খেয়ে নিয়েছে তৃ়নমূল প্রার্থী। হাবড়ার সেই ভুরকুন্ডায় ফের ভোট হবে। তীব্র বিতর্কে জয়ী তৃণমূল।

ভাত, তরকারি খাওয়ার পরেও পেট ভরেনি, অবশেষে সিপিএম প্রার্থীকে হারাতে ১১ জুলাই আস্ত এক বান্ডিল ব্যালট পেপার খেয়ে পেট ভরান তৃণমূল প্রার্থী। হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর এমন ঘটনায় রীতিমত হতবাক রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

যেই ভাবেই হোক পঞ্চায়েতে জিততেই হবে। দখল করতে হবে বুথ। এই তাগিদে ব্যালট পেপার চুরি ছাপ্পা ভোট প্রার্থীর উপর হামলা খুন একের পর এক ঘটনা সামনে এসেছে। তবে এবার বিরল দৃশ্য নজরে আসলো যা দেখে হতবাক গোটা বাংলা।

হাবরার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থীকে হারাতে গণনা ঘরে ঢুকে ব্যালট বাক্স থেকে ব্যালট পেপার তুলে সোজা খেয়ে নিলেন এক তৃণমূল প্রার্থী মহাদেব মাঝি। যা দেখে স্তম্ভিত সিপিএম প্রার্থী সহ গণনা কেন্দ্রের একাধিক সদস্যরা।

যদিও এরপরে ৪০ ভোটে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন তৃণমূলের ওই প্রার্থী মহাদেব মাঝি। অবশেষে তৃণমূল প্রার্থীর এই জেতার খিদের কাছে হারতে হয়েছে সিপিএম প্রার্থীকে।

এই গোটা বিষয়ে তৃণমূলের দাবি, সিপিএম হেরে গিয়ে মিথ্যে নাটক করছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। বাংলার মানুষের বিশ্বাস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতি আছে। বিরোধীদলের অত্যাচারের যোগ্য জবাব তৃণমূল দিয়েছে আজ।