সোমবার পঞ্চায়েত ভোটের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ হয়। প্রতি বুথে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। আর রবিবার ভোটদানের হার ছিল প্রায় ৮১ শতাংশ। যদিও এর আগে ৮ জুলাইয়ের ভোটে প্রতি বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন রাজ্য পুলিসকর্মী ছিলেন।
সবচেয়ে বেশি পুনর্নির্বাচন হয়েছে মুর্শিদাবাদে। সেখানে মোট ১৭৫টি বুথে ভোটগ্রহণ হয়েছে। দুই নম্বরে রয়েছে মুর্শিদাবাদের পাশের জেলা মালদহ। সেই জেলায় মোট ১০৯টি বুথে ভোট নেওয়া হয়েছে। এরপর ফের হাওড়ায় ভোট। হাওড়ার ১৫ টি বুথে আবার নির্বাচন হবে।
প্রসঙ্গত, হাওড়া সাঁকরাইলের ১৫টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাই হয়েছিল। ভোট গণনায় দেখা যায় ১৫টি বুথে শাসক দল তৃণমূল জয়ী হয়েছে। বিডিওর রিপোর্টের ভিত্তিতে ওই ১৫টি বুথে নতুন করে ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটের দিন কিছু বিক্ষিপ্ত ঘটনা হলেও হাওড়ায় বড় কোনও অশান্তি ঘটেনি। কিন্তু সাঁকরাইলের একাধিক ভোট কেন্দ্রে সকাল থেকে বিরোধীরা ব্যালট লুঠ হওয়ার অভিযোগ করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সাঁকরাইলের এই ১৫টি বুথে যে ভোটগ্রহণ হবে তাকে পুনর্নির্বাচন বলা হবে না। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে এই ১৫টি বুথে।