বন্যা দেখতে গিয়ে বিধায়ক খেলেন চড়

একটানা বৃষ্টিতে বন্যা প্লাবিত উত্তর ভারত। বন্যার শিকার হরিয়ানাও। এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আমজনতার মার খেলেন স্থানীয় বিধায়ক। “এখন কেন এসেছেন?” প্রশ্ন তুলে…

একটানা বৃষ্টিতে বন্যা প্লাবিত উত্তর ভারত। বন্যার শিকার হরিয়ানাও। এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আমজনতার মার খেলেন স্থানীয় বিধায়ক।

“এখন কেন এসেছেন?” প্রশ্ন তুলে জননায়ক জনতা পার্টির বিধায়ক ঈশ্বর সিং-কে সপাটে চড় মারলেন বন্যাকবলিত এলাকার বাসিন্দা এক মহিলা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার হরিয়ানার ঘুলা এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন জেজেপি বিধায়ক ঈশ্বর সিং। স্থানীয়দের সুবিধা-অসুবিধার কথা শুনছিলেন তিনি। তখনই এক বৃদ্ধ মহিলা সপাটে চড় কষান বিধায়েকর গালে।

বৃদ্ধা দাবি করেন, নদীর বাঁধ ভেঙেই জল ঢুকেছে এলাকায়। গোটা ঘটনার জন্য দায়ী প্রশাসন।

উল্লেখ্য বিজেপি সরকারের জোটসঙ্গী জেজেপি। সংবাদ সংস্থাকে পিটিআইকে ঈশ্বর সিং বলেন, “মহিলা দাবি করেন আমি চাইলেই বাঁধের ফাটল রুখতে পারতাম। তাঁকে বোঝাই যে এটা প্রাকৃতিক বিপর্যয়।”

বিধায়ক আরও জানিয়েছেন, তাঁর গায়ে হাত তুললেও মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন না তিনি।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে ঘাগ্গর নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পঞ্জাব ও হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে। উপদ্রুত এলাকায় ত্রাণের ব্যবস্থা করছে দুই রাজ্যের সরকার। যদিও দুই রাজ্যের ভুক্তভোগী মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে প্রশাসনের বিরুদ্ধে।

ভূপিন্দর সিং হুডা প্রাক্তন মুখ্যমন্ত্রী, মুষলধারে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ স্থানগুলির পরিস্থিতির মূল্যায়ন করেছেন এবং বলেছেন যে প্রয়োজনে লোকদের সহায়তা করার জন্য সরকারকে যুদ্ধ পরিস্থিতির মতো কাজ করতে হবে।