IND vs WI: প্রথম দিনে অশ্বিন ম্যাজিক অব্যাহত

“চিরদিন কাহারও সমান নাহি যায়।” হক কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডাগ আউটে একা বসে নিজের দলের হারের ধারাভাষ্য শুনছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্টের এক নম্বর…

“চিরদিন কাহারও সমান নাহি যায়।” হক কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডাগ আউটে একা বসে নিজের দলের হারের ধারাভাষ্য শুনছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্টের এক নম্বর বোলার। অল রাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন, তবু বসেছিলেন বাইরে। বাইরের ক্ষোভের আওয়াজ মাঠ অবধি পৌঁছেছিল কিনা ঠিক নেই, তবে ফিরে এসে অশ্বিন ফিরে এসে প্রমান করেন, কেন তিনি শ্রেষ্ঠ!

মাঠে নেমেই বল হাতে এক এক করে অনেকগুলি রেকর্ড ভেঙে দিলেন কয়েক ঘন্টার মধ্যে। আসুন দেখা যাক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঠিক কি কি রেকর্ড করলেন। ৹ ২৪.৩ ওভারে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বলা বাহুল্য, এই “পাঁচ উইকেট হল” ব্যাপারটি অশ্বিনের পিছু ছাড়তে চায় না। নয় নয় করে টেস্ট ক্রিকেটে ৩৩টি পাঁচ উইকেট হল নিলেন তিনি। ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডার্সনকে (৩২) পিছনে ফেলে এগিয়ে গেলেন অশ্বিন।

এই তালিকায় অবস্য ৬৭টি হল নিয়ে সর্বোচ্চ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুট্টিয়া মুরলীধরন। তার পরেই রয়েছেন শেন ওয়ার্ন (৩৭), তারপর রিচার্ড হ্যাডলি (৩৬), অনিল কুম্বলে (৩৫), রঙ্গনা হেরাথ (৩৪), এবং তার পরেই রয়েছেন অশ্বিন।

৹ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এই নিয়ে পাঁচটি “পাঁচ উইকেট হল” নিলেন তিনি। একই সংখ্যা রয়েছে হরভজন সিংহের নামেও। তবে সর্বোপরি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের কথা হলে সর্বোচ্চ রয়েছে কিংবদন্তি ইন্ডিজ ফাস্ট বোলার ম্যালকম মার্শালের নামে- ৬টি।

৹ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিন টেস্টে ৭০০ উইকেট সম্পন্ন করলেন অশ্বিন। ২৭১টি ম্যাচ খেলে ৭০২ খানা উইকেট নিয়েছেন তিনি, গড় -২৫.৮৩।

৹ আরেকটি মজার রেকর্ড করেছেন বোলার অশ্বিন। সহজ ভাবে বললে, বাপ ছেলে, কেউ পার পায়নি অশ্বিনের হাত থেকে। ২০১১ সালে অভিষেক টেস্টে বল হাতে ঘায়েল করেছিলেন শিবনারিন চন্দ্রপলকে। ১২ বছর পর জুনিয়র চন্দ্রপল, অর্থাৎ শিবনারিন পুত্র তাজেনারিন চন্দরপলকেও কাত করলেন এই টেস্টের প্রথম দিনেই।