রেকর্ড ভোটে জয়, তারপরই সটান দিল্লিতে! মন্ত্রী হতে পারেন বাংলার এই বিজেপি সাংসদ

ভোটের ফল বেরোনোর (BJP) পরপরই দিল্লি উড়ে গেলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। স্ত্রীকে সঙ্গে দিল্লির একাধিক মন্দির পরিদর্শন করেন জগন্নাথ। নিজের ফেসবুক পেজে মন্দিরের…

ভোটের ফল বেরোনোর (BJP) পরপরই দিল্লি উড়ে গেলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। স্ত্রীকে সঙ্গে দিল্লির একাধিক মন্দির পরিদর্শন করেন জগন্নাথ। নিজের ফেসবুক পেজে মন্দিরের ছবি পোস্ট করে জগন্নাথ লিখেছেন, ‘শ্রী হনুমান জন্ম উৎসব উপলক্ষে দিল্লিতে সৎসঙ্গ এবং কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’

রাজ্যের ১২টি আসনে এবার জয়লাভ করেছে বিজেপি। এর মধ্যে সবচেয়ে বেশি মার্জিনে জয় পেয়েছেন রানাঘাটের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। ১,৮৬,৮৯৯ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছেন তিনি। ভোটের ঠিক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রানাঘাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী।

   

তারপর তাঁকে টিকিট দেয় জোড়াফুল শিবির। তবে জগন্নাথের দাপটের সামনে দাঁড়াতেই পারেননি মুকুট। ভোটের ফলই তার প্রমাণ। এই নিয়ে দু’বার রানাঘাট কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হলেন শিক্ষক নেতা জগন্নাথ সরকার। ২০১৯ সালে তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাস ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

সংখ্যালঘু প্রধান মালদহ জেলা থেকে ধুয়েমুছে সাফ তৃণমূল!

এদিকে বাংলা থেকে এবার বেশ কয়েকজনকে মন্ত্রী করতে চলেছে এনডিএ সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গ বিজেপি রাজ্য সহ সভাপতি তথা রানাঘাটের সাংসদ এবার ভোটের বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ মার্জিনে জেতার পুরস্কার হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়ে পারেন। সূত্রের খবর, বিজেপি হাইকমান্ড তাঁর মন্ত্রিত্ব নিয়ে আলোচনাও শুরু করেছে।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

বিরাট ভাঙন বিজেপিতে, ১৫ পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে